বিশ্বজমিন
কাবুলে শিখ মন্দিরে হামলা, বহু হতাহতের আশঙ্কা
মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) ১৮ জুন ২০২২, শনিবার, ১:২৪ অপরাহ্ন

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিখ মন্দিরে বড় বিস্ফোরণ হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। শহরের কার্তে পারওয়ান এলাকায় ওই শিখ মন্দিরটি অবস্থিত। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শিখ মন্দিরে একদল জঙ্গি হামলা চালায়। তারা ভেতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তারপর পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটায়।
স্থানীয় এক কর্মকর্তা গোরনাম সিং বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হামলার সময় মন্দিরের ভেতরে ৩০ জন ছিল। তবে তাদের মধ্যে কতজন বেঁচে আছেন আর কত জন মারা গেছেন আমরা তা জানি না। তালেবান সদস্যরা আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না। আমরা জানি না আমাদের কী করা উচিৎ। স্থানীয় ব্রডকাস্টার টোলো নিউজও ঘটনার ভিডিও প্রচার করছে। এতে দেখা যাচ্ছে, শিখ মন্দির এলাকা থেকে কালো ধোয়া উড়ছে।
ঠিক কতজনের মৃত্যু হয়েছে বা কতজন আহত হয়েছেন, তা এখনও জানা যায়নি। বিস্ফোরণে কমপ্লেক্সের ভিতরে এবং লাগোয়া কয়েকটি দোকানে আগুন ধরে যায়। তালেবানরা হামলাকারীকে জীবিত ধরার চেষ্টা করছে বলে জানা গেছে। মন্দিরের দায়িত্বে থাকা গুরনাম সিং জঙ্গি হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্দুকধারীরা গুরুদ্বারে গুলি চালিয়েছে। আমরা এই মুহূর্তে বিল্ডিংয়ের অপর পাশে আছি। কিছু লোক মারা গিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, তবে আমরা ভিতরে গেলেই বিস্তারিত পরিষ্কার হবে। তালেবান ঘটনাস্থলে পৌঁছেছে এবং তাদের সঙ্গে জঙ্গিদের লড়াই চলছে।
এদিকে ওই হামলার প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আমরা কাবুল শহরের একটি পবিত্র শিখ মন্দিরে হামলার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করছি।