বিশ্বজমিন
ইউক্রেনে ১০ হাজার ছাড়াল বেসামরিক হতাহতের সংখ্যা
মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) ১৮ জুন ২০২২, শনিবার, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৪৭ অপরাহ্ন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি ইউক্রেনীয় বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এরমধ্যে রয়েছে কয়েকশ’ শিশু। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস থেকে জানানো হয়েছে, ১৭ জুন পর্যন্ত মোট ৪ হাজার ৫০৯ বেসামরিক নিহত হয়েছেন এবং ৫ হাজার ৫৮৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে ২৯৪ শিশুও। এ খবর দিয়েছে আল-জাজিরা।
এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে জাতিসংঘের কাছ থেকে। এতে বলা হয়, যুদ্ধে হতাহত শিশুদের বেশিরভাগই বিস্ফোরকের শিকার হয়েছে। এসব বিস্ফোরক বিস্তৃতি এলাকা ধ্বংস করে দিয়েছে। মূলত রুশ আর্টিলারি থেকে শেলিং, মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম, মিসাইল এবং বিমান হামলায় এই হতাহতের ঘটনা সবথেকে বেশি হয়েছে। বিবৃতিতে বলা হয়, হতাহতের আসল সংখ্যা হিসেবের তুলনায় অনেক বেশি হতে পারে।