রকমারি
মনের মানুষ খুঁজে না পেয়ে নিজেই নিজেকে বিয়ে করলেন যুক্তরাজ্যের নারী
মানবজমিন ডিজিটাল
(১ বছর আগে) ১৪ অক্টোবর ২০২৩, শনিবার, ৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

সারাহ উইলকিনসন, যুক্তরাজ্যের একজন ৪২ বছর বয়সী নারী নিজের স্বপ্নের বিয়ে সম্পন্ন করার জন্য গত ২০ বছর ধরে তিলে তিলে অর্থ সঞ্চয় করেছেন। তবে কোনো পুরুষকেই তার মনে ধরেনি। তাই সঠিক জীবনসঙ্গী খুঁজে না পেয়ে একটি জমকালো উদযাপনের মাধ্যমে নিজেই নিজেকে বিয়ে করলেন সারাহ।
বিবিসি জানিয়েছে, উইলকিনসন একটি এলাহি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজের জন্য একটি বাগদানের আংটি কিনেছিলেন এবং সাফোকের ফেলিক্সস্টোতে হারভেস্ট হাউসে তার বন্ধুদের সাথে বিশেষ দিনটি উদযাপন করার বন্দোবস্ত করেন।
ক্রেডিট কন্ট্রোলার উইলকিনসন বলছেন, "এটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন ছিলো ।" সারাহ বিবিসিকে বলেছেন, ''যদিও এটি একটি আনুষ্ঠানিক বিবাহ ছিল না, কিন্তু আমার কাছে দিনটি বিশেষ ছিলো। আমি মনের মতো জীবন সঙ্গী খুঁজে নাই পেতে পারি, তবে নিজের বিয়ের দিনটি কেন মিস করব?' যে টাকা আমি আমার বিয়ের জন্য জমিয়ে রেখেছি সেই টাকা কেন খরচ করবো না ? ''
বিবিসি রেডিও-কে দেয়া সাক্ষাৎকারে উইলকিনসন জানান প্রতি মাসে জমানো মোট ১০ হাজার পাউন্ড নির্ধিদ্বায় নিজের বিয়েতে খরচ করেছেন তিনি। ৩০ সেপ্টেম্বর তিনি তার পরিবার ও বন্ধুবান্ধব মিলিয়ে ৪০ জনকে নিমন্ত্রণ করেন নিজের অভিনব বিয়ের সাক্ষী হতে । রাতে টেনিস ক্লাবে আয়োজিত বিয়ের পার্টিতে আরও ৪০ জন ব্যক্তি যোগ দিয়েছিলেন।
উইলকিনসন বলেন, বিয়েটা সবার কাছে অদ্ভুত মনে হলেও, উপস্থিত সকলেই বেশ মজা করেছেন, জমিয়ে উপভোগ করেছেন। অতিথিদের মধ্যেই একজন বলেছেন -''সারার পক্ষেই এই কাজ করা সম্ভব। ''
সূত্র : এনডিটিভি