দেশ বিদেশ
ডাকাতি করে চক্রটি মালামাল ক্রয় করে ইউপি সদস্য
স্টাফ রিপোর্টার
৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবাররাজধানীর মোহাম্মদপুর ও শ্যামপুরে পৃথক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলো- মো. হারুন বেপারী, মো. শাহাবুদ্দিন হাওলাদার, মানিক ওরফে মইনুল ওরফে মাইনুদ্দিন, মো. তারা মিয়া, মো. নুরুজ্জামান দেওয়ান ওরফে জামান, মো. কামরুল ও মো. আসাদ খান। এরমধ্যে মো. নুরুজ্জামান ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়নের একজন ইউপি সদস্য। ডিবি বলছে, এই ইউপি সদস্য ডাকাতির মালামাল কেনায় জড়িত। এ ছাড়া ডাকাত দলের প্রধান পৃষ্ঠপোষক তিনি। গতকাল ডিএমপি’র ডিবি কার্যালয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, গত ৩রা অক্টোবর ডাকাতির প্রস্তুতিকালে মোহাম্মদপুরের বসিলা থেকে চার জনকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন। পরে গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে শ্যামপুর থেকে আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬টি ব্যাটারি, একটি বড় ট্রাক, দুটি চাপাতি, একটি ছুরি, তালা কাটার যন্ত্র, সাবল, দুটি হাতুড়ি ও লোহার রড উদ্ধার করা হয়। মহানগর গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ বলেন, আসামিরা ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে বাসে ডাকাতি, দোকান, গোডাউন ও বাসা-বাড়ির তালা কেটে ডাকাতি করেন। তাদের প্রত্যেকের নামে একাধিক ডাকাতির মামলা রয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর ও শ্যামপুর থানায় দুটি পৃথক মামলা হয়েছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।