ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

ছিনতাইকারী ধরতে গিয়ে গাড়িচাপায় আওয়ামী লীগ নেতা নিহত

স্টাফ রিপোর্টার
৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার

রাজধানীর শেরেবাংলা নগর থানার আসাদগেট এলাকায় ছিনতাইকারীকে ধাওয়া দিতে গিয়ে গাড়িচাপায় তাজুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য। বুধবার দুপুরে তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রুবাইয়াত বলেন, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় আসাদগেটের আড়ংয়ের সামনে থেকে তার মোবাইল ফোন টান দিয়ে নিয়ে যায় এক ছিনতাইকারী। তখন তিনি গাড়ি থেকে নেমে ধাওয়া দিতে গেলে অন্য গাড়ির চাপায় গুরুতর আহত হন। পরে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, এ বিষয়ে আমরা তদন্ত করছি। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় ছিনতাই ও শেরেবাংলা নগর থানায় সড়ক আইনে পৃথক মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাজুল ইসলামসহ কয়েকজন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপনের সঙ্গে দেখা করতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ন্যাম ভবনে এসেছিলেন। মন্ত্রীর সঙ্গে দেখা করে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গাড়িতে করে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তাজুল ও তার রাজনৈতিক সহযোগীরা। গাড়িটি আসাদগেট আড়ংয়ের সামনে সিগন্যালে থামলে, গ্লাস খোলা থাকায় ছিনতাইকারী মোবাইলটি ছোঁ মেরে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীকে ধরতে গাড়ি থেকে নেমে পিছু নেন তাজুল, মালেক ও গাড়িচালক ঝন্টু। ছিনতাইকারীরা মোবাইল নিয়ে রাস্তা পার হয়ে গেলে তাজুলও তাকে ধাওয়া করে। এ সময় রাস্তায় চলাচলকারী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তাজুল। পরে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status