দেশ বিদেশ
কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে বিএনপি’র রোডমার্চ আজ
স্টাফ রিপোর্টার
৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবারসরকার পতনের একদফা দাবিতে এবার কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ করবে বিএনপি। আজ সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের কুমিল্লার বুড়িচং উপজেলার কালা কচুয়ায় খন্দকার ফুড গ্যালারি প্রাঙ্গণে (হাইওয়ে সংলগ্ন) উদ্বোধনী সমাবেশের মধ্যদিয়ে রোডমার্চ শুরু হবে। ১৫০ কিলোমিটার পথে ফেনী, মিরসরাই এবং সীতাকুণ্ডের ভাটিয়ারীতে পথসভা হবে। বিকালে চট্টগ্রামের কাজির দেউড়ি গিয়ে রোডমার্চের সমাপ্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। রোডমার্চে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিনের সভাপতিত্বে ও কুমিল্লা মহানগর বিএনপি’র আহ্বায়ক উৎবাতুল বারী আবুর সঞ্চালনায় রোডমার্চে উপস্থিত থাকবেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, আব্দুল আওয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য জাকারিয়া তাহের সুমন, মো. আবুল কালাম, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, শেখ ফরিদ আহমেদ মানিক প্রমুখ।
এর আগে সরকারের পদত্যাগ দাবিতে ১৯শে সেপ্টেম্বর থেকে আগামী ৩রা অক্টোবর পর্যন্ত রংপুর থেকে দিনাজপুর, বগুড়া থেকে রাজশাহী, ভৈরব থেকে সিলেট, বরিশাল থেকে পিরোজপুর, ঝিনাইদহ থেকে খুলনা, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত ছয়টি রোডমার্চ করেছে বিএনপি।॥