দেশ বিদেশ
২০২৪ নির্বাচনে ট্রাম্প-বাইডেন প্রতিদ্বন্দ্বিতা হবে না: টাকার কার্লসন
মানবজমিন ডেস্ক
৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবারঅকপটতার সঙ্গে সাহসী ও সোজাসাপ্টা উত্তর দিয়ে দ্রুত মার্কিন রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভাষ্যকার হয়ে উঠছেন টাকার কার্লসন। এবার তিনি ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ‘ভয়ঙ্কর’ এক ভবিষ্যদ্বাণী করেছেন। তার এই ভবিষ্যদ্বাণীকে ‘রক্ত হিম করা’ বলে বর্ণনা করেছে দ্য ব্লেজ। গণমাধ্যমটির এক রিপোর্টে জানানো হয়, আমেরিকান রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ডেভ রুবিন সমপ্রতি টাকার কার্লসনের একটি বক্তব্য শেয়ার করেন। এতে কার্লসন আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, সামনের নির্বাচনটি জো বাইডেন ও ডনাল্ড ট্রাম্পের মধ্যে হবে না। কারণ লিবারেলরা (ডেমোক্রেট দল) তাদের বিরোধী প্রার্থীকে দৌড় থেকে ছিটকে দিতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরেও তারা হারছে। আবার এদিকে জো বাইডেনই যে ডেমোক্রেটদের হয়ে লড়বেন তাও অনিশ্চিত। তিনি না লড়লে গ্যাভিন নিউসম হবেন নতুন প্রার্থী। এটি হবে আরও বেশি উদ্বেগজনক। কারণ তিনি অত্যন্ত ভয়ঙ্কর। কার্লসন আরও বলেন, একটি বিষয় নিশ্চিত যে, এখন থেকে ২০২৪ সালের নভেম্বরে নির্বাচনের আগ পর্যন্ত যে রাস্তা তাতে এমন এমন সব ঘটনা ঘটবে যা এর আগে কেউ চিন্তাও করতে পারেনি।