প্রথম পাতা
যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে নেতা নির্বাচন করুন
মানবজমিন ডেস্ক
৪ অক্টোবর ২০২৩, বুধবার
যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না এবং নির্বাচনের ফলাফলকেও প্রভাবিত করতে চায় না। যুক্তরাষ্ট্র চায়, বাংলাদেশের জনগণ যাতে নির্বিঘ্নে তাদের নেতা নির্বাচন করতে পারে। ২রা অক্টোবর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার এসব কথা বলেন।
ব্রিফিংয়ে উপস্থিত এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। বাংলাদেশিরাও এটি চান। এ লক্ষ্যেই ভিসা নীতি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং গণমাধ্যম- সবাই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্রেরও এটিই চাওয়া বলে জানান মিলার।
উল্লেখ্য, গত ২৪শে মে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বাংলাদেশের জন্য বিশেষ একটি ভিসা নীতি ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর গত ২২শে সেপ্টেম্বর ম্যাথিউ মিলার এক বিবৃতিতে জানান, বাংলাদেশি নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞা আরোপ ইতিমধ্যে শুরু হয়েছে।
পাঠকের মতামত
ভাল কথা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে সুষ্ট অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ন নির্বাচন চায় আমরাও চাই এর জন্য কি স্যাংশন আর ভিসা নীতির দরকার কেন বিশেষ করে জাতিয় নির্বাচনের আগে কেন। যদি গনতন্ত্র প্রতিষ্টা করতে চায় তাহলে আগে ২০১৪ ও ২০১৮ সালে কেন ভিসা নীতি বা স্যাংশন দেননি, সে সময় যারা নির্রবাচনে গিয়ে নির্বাচনকে কলঙ্গকৃত করেছিল।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা বুঝতে পেরেছে। বাংলাদেশর জনগণ অবাধ ও সুষ্ঠু, স্বাধীনভাবে নির্বাচনের মাধ্যমে প্রার্থী বেছে নিতে চায়।
এতো গণতন্ত্রপ্রেমী হয়ে থাকলে USAর নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক বিশ্বের যে কাউকে USA তে নির্বাচনে প্রার্থী হতে দিন। তিনি কারো ভোট পেলে পাবেন, না পেলে পাবেন না।
যুক্তরাষ্ট্রের চাওয়ার সাথে জনগনের চাওয়া মিলে গেছে। ইহা গনতন্ত্রেরও প্রথম শর্ত ।
ট্রাম্প তো নির্বাচনে কারচুপির অভিযোগ বারবার করেছেন। সে হিসাবে আমেরিকার জনগণ পছন্দের নেতা নির্বাচন করতে পারে নি । নিজের দেশের জনগণের ইচ্ছা পূরণ করতে যারা অক্ষম অন্য দেশের জনগণের জন্য তাদের এত মায়া কান্নার কারণ কি ? অন্য দলের সঙ্গে কি কোন গোপন চুক্তি আছে ?
মন্তব্য করুন
প্রথম পাতা থেকে আরও পড়ুন
প্রথম পাতা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]