বাংলারজমিন
সাগরে হারিয়ে যাওয়া জেলে সজীবের লাশ উদ্ধার
পটুয়াখালী প্রতিনিধি
৪ অক্টোবর ২০২৩, বুধবারপটুয়াখালীর কলাপাড়ায় সাগরে মাছ শিকার করতে গিয়ে ঢেউয়ের তোড়ে হারিয়ে যাওয়া সজীব (২৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে কলাপাড়া উপজেলার ধুলাস্বর ইউনিয়নের গঙ্গামতির ঝাউ বাগান সংলগ্ন সৈকত এলাকায় ভেসে আসে লাশটি। নিহত সজীব পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই এলাকার লিটন শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে ধুলাস্বর এলাকার আসাখালি মোহনা থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারে করে স্ত্রীর বড় ভাই শাহিনের সঙ্গে সাগরে যায়। সাগর উত্তাল থাকায় ঢেউয়ের তোড়ে ট্রলার থেকে ছিটকে গিয়ে নিখোঁজ হন সজীব। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। গতকাল দুপুরে গঙ্গামতি এলাকায় তার লাশ জোয়ারের সঙ্গে ভেসে ওঠে। উল্লেখ্য, গত তিন মাস আগে নিজ বাড়ি পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই থেকে মাছ ধরার জন্য সুম্বন্ধি (স্ত্রীর বড় ভাই) শাহিনের বাড়িতে থেকে তার সঙ্গেই সাগরে মাছ ধরার কাজ করছিল। ঘটনার দিন সাগর উত্তাল ছিল।