অনলাইন
সৌদি ক্রাউন প্রিন্স বাংলাদেশ সফর করবেন: রাষ্ট্রদূত
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৯ অপরাহ্ন

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান জানিয়েছেন, দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফর করবেন। তবে, ওই সফরের দিনক্ষণ জানাননি তিনি। রাষ্ট্রদূত জানান, সৌদি দূতাবাস বর্তমানে প্রতিদিন ৫ হাজার ভিসা ইস্যু করছে। সৌদি ভিসা ইস্যু আগের চেয়ে দ্রুত করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সৌদি ভলান্টিয়ার প্রোগ্রাম ‘ইবসার’ উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের পরিকল্পনা উন্নয়ন বিভাগের সহকারী সুপারভাইজার জেনারেল ড. আকিল আল-গামদি এবং সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান বক্তব্য রাখেন। রাজধানী ঢাকার ৫০ টি প্রকল্পে ৫০টি স্কুলে ৩০ হাজার শিক্ষার্থীর চক্ষুসেবা এ প্রোগ্রামের লক্ষ্য বলে জানানো হয়।
সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন বহুমুখী। এই সম্পর্ক শুধু হজ ও ওমরাহের মধ্যেই সীমাবদ্ধ নয়। এখন বাণিজ্য, কালচার, প্রতিরক্ষা সহযোগিতা, জনশক্তি ইত্যাদি খাতেও সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য সৌদি কোম্পানি রেড সি গেটের সঙ্গে চুক্তি সই হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সৌদি আরব বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে সমর্থন দিয়ে আসছে। আমরাও চাই রোহিঙ্গারা নিরাপদে ও স্বেচ্ছায় প্রত্যাবর্তন করুক।
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ/ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে
ইন্ডিয়া টুডে'র প্রতিবেদন/ বাংলাদেশে 'দুই বেগমের যুদ্ধে' ভারত-চীন এক শিবিরে, যুক্তরাষ্ট্র অন্যদিকে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]