ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

নেই ওষুধ, সরকারি হাসপাতালে এক দিনে ৩১ জনের মৃত্যু

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ১:১৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

mzamin

ওষুধ না থাকায় ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আছে ১৬ সদ্যোজাত শিশু। এ নিয়ে ভারত সরকারের বিরুদ্ধে সরব হয়েছে দেশটির বিরোধীরা। পরিস্থিতি সামাল দিতে সোমবার একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। মঙ্গলবার তাদের রিপোর্ট দেয়ার কথা রয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
খবরে জানানো হয়, মহারাষ্ট্রের নান্দের জেলার শঙ্কররাও চভন হাসপাতালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পর্যাপ্ত ওষুধ না থাকার কথা স্বীকার করে নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ডিন চিকিৎসক ওয়াকোড়ে বলেন, ২৪ ঘণ্টায় মধ্যে ছয় জন পুরুষ-নারী-শিশু মারা গেছে। এছাড়া ১২ জন সাপের কামড়, ফসফরাস বিষ ইত্যাদির কারণে মারা গেছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, এখনও ৭১ জনের অবস্থা আশঙ্কাজনক। 

ওয়াকোড়ে নিজেই হাসপাতালের দুরাবস্থার কথা বর্ণনা করে বলেন, দূর-দূরান্ত থেকে মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন। ৭০-৮০ কিলোমিটারের মধ্যে হাসপাতাল না থাকায় আমরা বিভিন্ন জটিল এবং জরুরি কেস পাই। এছাড়া একাধিক কর্মীর স্থানান্তরের কারণে আমাদের হাসপাতালে কর্মীর সংখ্যাও বেশ কম। কিন্তু আমাদের হাফকিন ইনস্টিটিউট থেকে ওষুধ কেনার কথা ছিল তা আর হয়নি।
এই ঘটনার পর সোমবার বিশেষজ্ঞদের নিয়ে তিন সদস্যদের একটি তদন্ত কমিটি গড়া হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, কেন এমন ঘটনা হল তার বিস্তারিত তথ্য চয়েছেন। এই ঘটনার যথাযথ ব্যবস্থা নেয়া হবে। যদিও বিরোধী দল মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে সন্তুষ্ট নয়। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান শরদ পাওয়ার এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন যে, এই ধরনের ঘটনা সরকারি ব্যবস্থার ব্যর্থতা আরও স্পষ্ট করে দিল। বিজেপি সরকারের নিন্দা করেছে কংগ্রেসও। দলের নেতা রাহুল গান্ধী বলেন, বিজেপি সরকার প্রচারে কোটি কোটি রূপি খরচ করে কিন্তু ওষুধ কেনার জন্য একটি টাকাও খরচ করে না।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status