দেশ বিদেশ
মোহাম্মদপুরে গণছিনতাইয়ের ঘটনায় ১৪ জন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবারশুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুরের গণছিনতাইয়ের ঘটনায় ১৪ কিশোরকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত মোহাম্মদপুর ও এর আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মো. আকাশ (১৯), মো. নয়ন (২০), মো. সজল ইসলাম (১৯), মো. আবুল কালাম (২১), মো. আরিফ (১৯), মো. সজীব (১৯), মো. কবির (২৩), মো. নাসির (১৯), মো. সুজন (২০)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত মোহাম্মদপুর বসিলা ৪০ ফিট এলাকা দিয়ে শুরু করে গার্ডেন সিটি হয়ে ওয়াকওয়ের চন্দ্রিমা উদ্যান এলাকাজুড়ে তাণ্ডব চালায় ৪০ থেকে ৫০ জনের ছিনতাকারী দল। দলবদ্ধ ছিনতাইকারীরা সামনে যাদের পেয়েছে তাদের কুপিয়ে আহত করে সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নিয়েছে। তাদের হাতে থাকা অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন অন্তত ২০ থেকে ২৫ জন নিরীহ মানুষ। এরই প্রেক্ষিতে শনিবার মোহাম্মদপুর থানায় নুসরাত আফরিন, রুহুল আমিন, ফাহিম ইমরানসহ বেশ কয়েকজন মামলা করেন।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. আজিজুল হক বলেন, বসিলা ৪০ ফিট রাস্তা, ফিউচার হাউজিং, রাজধানী হাউজিং, বসিলা গার্ডেন সিটি, গ্রীন সিটি ও ঢাকা উদ্যান এলাকার বিভিন্ন পয়েন্টে স্থাপিত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় ও সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত আসামি আকাশকে রায়েরবাজার, মো. নয়নকে তিন রাস্তা মোড়, মো. সজল ইসলাম, মো. আবু কালাম ও মো. আরিফকে চাঁদ উদ্যান, মো সজীবকে শেখেরটেক, কবিরকে মোহাম্মদীয়া হাউজিং লি. এর লোহার গেট, নাসির ও মো. সুজনকে বসিলা গার্ডেন সিটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, ছিনতাইয়ের উদ্দেশ্যে নয় পূর্ব শত্রুতার জেরে তাদের প্রতিপক্ষ একজনের সঙ্গে বিবাদের উদ্দেশ্যে তারা ওই রাস্তা ধরে ঢাকা উদ্যানের দিকে যাচ্ছিলো। যাওয়ার পথে তাদের কয়েকজন ওয়াকওয়েতে থাকা পথচারীদের মারধর ও ভয়-ভীতি প্রদর্শন করে মোবাইল, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং ফেরার পথে কয়েকটি দোকানে ভাঙচুর চালায়।