ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

খালেদা জিয়াকে জেলে গিয়ে আইনি প্রক্রিয়ায় বিদেশে যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেনী প্রতিনিধি
২ অক্টোবর ২০২৩, সোমবার

খালেদা জিয়াকে জেলে গিয়ে আইনি প্রক্রিয়ায় বিদেশে যেতে হবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে ভয়েস আমেরিকাতে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। সেটিই সরকারের সিদ্ধান্ত। তাকে আগে কারাগারে যেতে হবে, পরে বিদেশে যাওয়ার আবেদন করতে হবে। রোববার বিকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার শহীদ মিনার চত্বরে ১৪ দলের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমন মন্তব্য করেন। তিনি বিদেশিদের উদ্দেশ্যে বলেন, আমাদের ছবক দিয়ে লাভ নেই, আগে নিজেরা ঠিক হন। পরে অন্যদের ছবক দিয়েন। শেখ হাসিনা যেখানে আছে সেখানে পেশি শক্তি টিকবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার যারা চায় তারা সেই সময়ে দেড় কোটি ভুয়া ভোটার তৈরি করছিলেন। সেই তারাই দুপুরের মধ্যে ভোট শেষ করে ক্ষমতায় গিয়েছিলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা ভেবে নিরলস কাজ করে যাচ্ছেন। ’৯৬-তে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর সারা দেশে কমিউনিটি ক্লিনিক চালু করে। কিন্তু খালেদা জিয়া ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। ২০০৯-এ শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পার কেপিটেল ইনকাম বেড়েছে। শেখ হাসিনার বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা।
দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন করা, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সাবেক মন্ত্রী জাসদ সভাপতি সংসদ সদস্য হাসানুল হক ইনু, শিক্ষা উপমন্ত্রী সংসদ সদস্য মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন, বাসদ সভাপতি রেজাউর রশীদ, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কামরুল আহসান। জাসদ সভাপতি সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেন, আগামী নির্বাচন ১৪ দলের নির্বাচন হবে। নির্বাচনে বিএনপি আসলেও ১৪ দলের নেতৃত্বে হবে না আসলেও ১৪ দলের নেতৃত্বে হবে। সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি বলেন, নির্বাচন হবে সঠিক সময়ে জানুয়ারির প্রথম সপ্তাহে। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে ভোট হবে। আপনারা ভোটের প্রস্তুতি নেন। বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে হবে।
ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেসবাউল হায়দার চৌধুরী সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি পিপি হাফেজ আহমেদ, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল মজুমদার, জাসদ ফেনী জেলা শাখার সভাপতি নুরুল আমিন। পরে অতিথিবৃন্দ ‘উন্নয়ন অগ্রযাত্রা’ বইয়ের মোড়ক উম্মোচন করেন। জনসভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিপি প্রিয় রঞ্জন দত্ত, ছাগলনাইয়া পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা, ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মজুমদারসহ ১৪ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status