দেশ বিদেশ
নয়াপল্টনে বিএনপির কৃষক সমাবেশ আজ
স্টাফ রিপোর্টার
২ অক্টোবর ২০২৩, সোমবারসরকার পতনের একদফা দাবিতে আজ রাজধানীর নয়াপল্টনে কৃষক সমাবেশ করবে বিএনপি। দুপুর ২টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সমাবেশে বিএনপি ও কৃষক দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন। এদিকে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাব সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ওদিকে একই দাবিতে দুপুর ১টায় ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের আয়োজনে বরিশাল বার এসোসিয়েশন ভবন সামনে আইনজীবীদের পদযাত্রা অনুষ্ঠিত হবে। এতে আইনজীবী নেতারা বক্তব্য রাখবেন।