দেশ বিদেশ
ফ্রান্স প্রবাসী কামরুল ইসলামের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ১ অক্টোবর ২০২৩, রবিবার, ৮:৩৭ অপরাহ্ন

মৌলভীবাজারের বড়লেখায় ফ্রান্স প্রবাসী কামরুল ইসলামের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বড়লেখা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, সিনিয়র সদস্য হাজী আব্দুর নুর, হাজী আব্দুল হান্নান, বড়লেখা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ষোলপনির আতাউর রহমান, ইসলাম উদ্দিন, ফরাস উদ্দিন, উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি লাল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ প্রমুখ।
গত ১৬ই সেপ্টেম্বর বড়লেখা উত্তর চৌমুহনী এলাকায় ফ্রান্স প্রবাসী মহবন্দ গ্রামের কামরুল ইসলামের উপর হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৪ জনকে অভিযুক্ত এবং কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়। মামলায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।