বিনোদন
বলিউডে নুসরাত
বিনোদন ডেস্ক
১ অক্টোবর ২০২৩, রবিবার.webp)
নুসরাত জাহান। কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা। অভিনয় ও ব্যক্তিগত জীবন নিয়ে বারবার আলোচনায় আসেন তিনি। এবারের পূজায় তার কোনো ছবি নেই। তবে প্রতিদিনই সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি। বরাবরই নুসরাত ভক্তদের দাবি ছিল বলিউডে অভিনয় করার। এবার তার ভক্তদের জন্য সুখবর এলো। নুসরাত এবার বলিউডে অভিনয় করবেন। তবে এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে বিস্তারিত জানাননি নায়িকা। নুসরাত নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক ভিডিওতে বলেন, শুনেই ভালো লাগছে। তবে আমার মনে হচ্ছে, আগে আমাকে দীপিকার থেকে অনুমতি নিতে হবে। তারপর ছবিটা হবে। একই সঙ্গে রণবীর প্রসঙ্গেও ওই ভিডিওতে তিনি আরও বলেন, আমি তার খুব বড় ভক্ত। আমি ওকে ভালোবাসি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্ত নুসরাতের কাছে জানতে চান যে, কীভাবে এত পজেটিভ থাকেন? উত্তরে নুসরাত বলেন, কারণ আমি ইতিবাচক চিন্তাভাবনা করি। লোকে যা বলুক, জীবনে অনেক বাধা বিপত্তি আসে। সেটা মেনে নিতেই হবে। একই সঙ্গে তার পরামর্শ, মন খারাপ করে সেটা মানলে নিজেরই খারাপ লাগবে। তাই সব সময় মন ভালো রাখলে অনেক বড় সমস্যাও সহজেই সমাধান করা যায়। সম্প্রতি ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নাম জড়িয়েছে অভিনেত্রীর। সেই কারণে ইডির অফিসে হাজিরাও দিতে হয়েছিল নুসরাতকে। তবে এতকিছুর মাঝেও নিজের মতো করে হালকা থাকার চেষ্টা করছেন তিনি।