ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

২৭শে অক্টোবর মুক্তি ‘মুজিব: একটি জাতির রূপকার’

স্টাফ রিপোর্টার
১ অক্টোবর ২০২৩, রবিবার
mzamin

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ২৭শে অক্টোবর। ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এই তথ্য জানিয়েছে। এ ছাড়া আজ বহুল আলোচিত সিনেমাটির ট্রেইলার প্রকাশিত হবে বলেও জানানো হয়েছে। এর আগে ৩১শে জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।  ২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। এর পরিচালক ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। সহযোগী পরিচালক দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। শ্যাম বেনেগালের ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ও দিলারা জামান, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ, খন্দকার মুশ্‌তাকের চরিত্রে ফজলুর রহমান বাবু অভিনয় করেন। এ ছাড়া সিনেমাটিতে আরও রয়েছেন রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধুরী, খায়রুল আলম সবুজ, শহীদুল আলম সাচ্চু, গাজী রাকায়েত, সংগীতা চৌধুরী, প্রার্থনা দীঘি, মোস্তাফিজুর রহমানসহ প্রায় শতাধিক শিল্পী।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status