প্রথম পাতা
পাকিস্তানে মিলাদুন্নবীর মিছিলে হামলা, নিহত ৫২
মানবজমিন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবারপাকিস্তানে ঈদে মিলাদুন্নবী উদ্যাপনের সময় ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। নিহতদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মকর্তাও। শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি মসজিদের কাছে এই বিস্ফোরণটি ঘটে। এ খবর দিয়েছে বিবিসি। খবরে জানানো হয়, মাস্টাং শহরে ধর্মীয় এই সমাবেশকে লক্ষ্য করে চালানো ওই হামলাটি ছিল আত্মঘাতী। হামলার পর কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করেছে। পুলিশ বলছে, হতাহতদের দুটি হাসপাতালে পাঠানো হয়েছে। বোমা হামলায় মাস্টাং শহরের অন্তত দু’জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বাগতি এই হামলাকে ‘অত্যন্ত জঘন্য কাজ’ বলে অভিহিত করেছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ভিডিওতে দেখা যাচ্ছে, আহতদের স্থানীয় জনগণ এবং জরুরি উদ্ধারকর্মীরা উদ্ধার করছে। এখনো এই হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। পুলিশের উপ-মহাপরিদর্শক মুনির আহমেদ বলেন, বোমা হামলাকারী পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্টের গাড়ি লক্ষ্য করে তারা বোমার বিস্ফোরণ ঘটায়। জেলার স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল রশীদ বলেন, অন্তত ৫৮ জন আহত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে কারণ অনেক মানুষের অবস্থা বেশ গুরুতর।
বিবিসি জানিয়েছে, গত বছর সরকার ও তেহরিক-ই-তালিবান-টিটিপি এর সঙ্গে একটি অস্ত্র বিরতি চুক্তি বাতিল হওয়ার পর পাকিস্তানে ইসলামি সন্ত্রাসীদের হামলা আবার বেড়ে গেছে। তবে শুক্রবারের হামলার দায় অস্বীকার করেছে টিটিপি। বেলুচিস্তানের সরকার প্রদেশটিতে তিন দিনের শোক ঘোষণা করেছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আলি মারদান খান দমকি মাস্টাং শহরের এই হামলার নিন্দা জানিয়েছেন। ১২ই রবিউল আওয়ালের মিছিলকে লক্ষ্য করে চালানো এই হামলার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী জন আচাকাজি বলেন, মাস্টাং শহরে বিস্ফোরণের পর কোয়েটার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তার দেয়া তথ্য অনুযায়ী, বেলুচিস্তান প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, মাস্টাং শহরের উদ্দেশ্যে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। গুরুতর আহতদের কোয়েটায় স্থানান্তর করা হচ্ছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আলি মারদান দমকি এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তথ্যমন্ত্রীর মতে, শত্রুরা বিদেশি সহায়তার মাধ্যমে বেলুচিস্তানের ধর্মীয় সহিষ্ণুতা এবং শান্তি ধ্বংস করতে চায়। মাস্টাংয়ের বিস্ফোরণ অগ্রহণযোগ্য।