রাজনীতি
নয়াপল্টনে 'মহিলা সমাবেশ' শুরু
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৩১ অপরাহ্ন

সরকার পতনের একদফা দাবিতে মহিলা সমাবেশ করছে জাতীয়তাবাদী মহিলা দল। শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এই সমাবেশ শুরু হয়।
মঞ্চের ব্যানারে লেখা হয়েছে, 'বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার একদফা দাবিতে' এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে দুপুর থেকেই সমাবেশে অংশ নিতে ঢাকাসহ সারাদেশের মহিলা দলের হাজার হাজার নেতাকর্মীরা ব্যানার ও রংবেরঙের ফেস্টুনসহ সমাবেশে জড়ো হতে শুরু করেন। এ সময় তারা বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে সমাবেশস্থল মুখরিত করে তুলেন।
এদিকে সমাবেশকে ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিবেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।