বিশ্বজমিন
ওয়াশিংটনে আজ ব্লিঙ্কেন-জয়শঙ্কর বৈঠক
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:০৯ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ওয়াশিংটনে আজ বৃহস্পতিবার বৈঠকে বসছেন। এতে কি নিয়ে আলোচনা হবে তা আগেভাগে জানানো হয়নি। তবে এতে সম্প্রতি শিখ নেতা হরদিপ সিং নিজার হত্যাকাণ্ডকে ঘিরে ভারত-কানাডা যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা উঠে আসতে পারে। এরই মধ্যে গত সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের এক ফাঁকে এই দুই নেতা সাক্ষাৎ করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাতে ভারত-কানাডা কূটনৈতিক উত্তেজনা নিয়ে আলোচনা হয়নি। আজকের বৈঠকে এই দুই নেতার মধ্যে কি বিষয়ে আলোচনা হবে সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তবে কানাডায় নিজার হত্যাকাণ্ড নিয়ে তদন্তে সহযোগিতা করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিউ ইয়র্কে কাউন্সিল ফর ফরেন রিলেশন্সে মঙ্গলবার জয়শঙ্কর ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ভারত কখনো ওই রকম নীতির সঙ্গে যুক্ত নয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেছেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যে অভিযোগ করেছেন তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র জবাবদিহিতা চায়। এ জন্য তদন্ত করা গুরুত্বপূর্ণ। অন্যদিকে কানাডার অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ভারত। জয়শঙ্কর কানাডাকে নিশ্চয়তা দিয়েছেন, নিজার হত্যায় সুনির্দিষ্ট তথ্য দিলেই এ নিয়ে তদন্ত করবে ভারত। এসব ঘটনার মধ্যে আজকের বৈঠকে দুই নেতার মধ্যে কি নিয়ে আলোচনা হবে তা নিশ্চিত নয়।