ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

বিচারপতি খায়রুল হক এখন লন্ডনে

স্টাফ রিপোর্টার
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার
mzamin

সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক এখন লন্ডনে। চিকিৎসার জন্য তিনি বেশ কিছুদিন ধরে সেখানে অবস্থান করছেন বলে আইন কমিশন সূত্র জানিয়েছে। কমিশনের সচিব ড. আতোয়ার রহমান (সিনিয়র জেলা ও দায়রা জজ) গতকাল রাতে মানবজমিনকে বলেন, আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হক পবিত্র হজ করতে সৌদি আরব গিয়েছিলেন। অসুস্থ হয়ে পড়ায় সেখানে হাসপাতালে চিকিৎসা নেন। পরে হজের পুরো আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগেই দেশে চলে আসেন। উন্নত চিকিৎসার জন্য তিনি এখন লন্ডনে অবস্থান করছেন। 

প্রধান বিচারপতি থাকাকালে ২০১১ সালের ৩০শে জুন সংবিধানের ১৫তম সংশোধনী বাতিল করে রায় দিয়েছিলেন বিচারপতি খায়রুল হক। এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যায় বলে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়। এরপর দুটি নির্বাচন হয়েছে কার্যত ক্ষমতাসীন দলের অধীনে। এই কারণে চলমান রাজনৈতিক সংকট ঘনীভূত হয়েছে বলে অনেকে মনে করেন। 
গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেয়া বা এর সঙ্গে জড়িত এমন ব্যক্তিদের ওপর যুক্তরাষ্ট্রের প্রথম ধাপের ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর বিচারপতি খায়রুল হকের নামও আসছে নানা মাধ্যমে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কারা ভিসা নিষেধাজ্ঞায় পড়েছেন তা প্রকাশ করা হয়নি। গোপনীয় নীতির কারণে তারা কোনো তালিকাও প্রকাশ করবে না। এ কারণে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না কারা এই নিষেধাজ্ঞার মধ্যে পড়েছেন। তবে নানা সূত্র এবং মাধ্যমে অনেকের নামের সঙ্গে বিচারপতি খায়রুল হকের নামও আসছে। তিনি ভিসা নিষেধাজ্ঞায় পড়ে থাকতে পারেন-এমনটি বলা হচ্ছে। 

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে গতকাল মানবজমিন এর সঙ্গে কথা বলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। নিজের নামও ভিসা নিষেধাজ্ঞার তালিকায় আছে এমন তথ্য প্রচার হচ্ছে জানিয়ে তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নাম ভিসা নিষেধাজ্ঞার তালিকায় আছে এমনটিও প্রচার করা হচ্ছে। আসলে এটি বিরোধী দলগুলোর প্রচারণা হয়ে থাকতে পারে।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status