বিনোদন
কলকাতার সিনেমায় অপূর্ব
স্টাফ রিপোর্টার
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার
দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে নিজেকে বারবার প্রমাণ করছেন। এরইমধ্যে একাধিক ওয়েব ফিল্মের মাধ্যমেও প্রশংসিত হয়েছেন তিনি। এবার কলকাতার সিনেমায় অভিষেক হতে চলেছে এ অভিনেতার। প্রতিম ডি গুপ্ত’র ‘চালচিত্র’ ছবির মাধ্যমে টলিউডে প্রবেশ করছেন তিনি। জানা গেছে, নতুন এই ছবিতে অত্যন্ত ইন্টারেস্টিং চরিত্রে দেখা যাবে অপূর্বকে। এতে তার বিপরীতে থাকবেন কলকাতার অভিনেত্রী রাইমা সেন। ইতিমধ্যেই কলকাতায় গিয়ে শুটিংও শুরু করেছেন তিনি। এর আগেই একই প্রযোজনা সংস্থার প্রোজেক্টে দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম (হুব্বা), চঞ্চল চৌধুরী (‘পদাতিক’) কাজ করেছেন। এ ছাড়া জয়া আহসান, অপি করিমও কাজ করেছেন কলকাতায়। বাংলাদেশে জিয়াউল ফারুক অপূর্ব’র শুরুটা মডেলিং দিয়ে। তারপর টেলিভিশন নাটকে ধীরে ধীরে তার কাজের পরিধি বাড়তে থাকে। কলকাতায়ও অপূর্ব বেশ জনপ্রিয়। ২০১৪ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবির মাধ্যমে বাংলাদেশের বড় র্দায় অপূর্ব’র আবির্ভাব হয়। প্রতিম ডি গুপ্ত’র ‘চালচিত্র’ ছবিতে আরও অভিনয় করছেন টোটা রায় চৌধুরী, শান্তনু মহেশ্বরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তী, প্রিয়া বন্দ্যোপাধ্যায়সহ অনেকেই। জানা গেছে, টানা ছবিটির শুটিং শেষ করে দেশে ফিরবেন অপূর্ব।