ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

দুর্গাপূজায় গুজব রটনাকারীদের বিরুদ্ধে পুলিশকে সতর্ক থাকতে হবে: আইজিপি

স্টাফ রিপোর্টার
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার

পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে কোনো গুজব ছড়াতে না পারে, সেজন্য সতর্ক থাকতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি পূজা উপলক্ষে পুলিশের টহল জোরদার করারও নির্দেশনা প্রদান করেন। গতকাল বিকালে পুলিশ সদর দপ্তরে  দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন। 
আইজিপি বলেন, আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে চমৎকার সামপ্রদায়িক সমপ্রীতি বিরাজমান। অতীতে  যেভাবে উৎসব ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হয়েছে এবারো নিরাপদে নির্বিঘ্নে আসন্ন দুর্গাপূজা পালিত হবে। উল্লেখ্য, এ বছর আগামী ২০ থেকে ২৪শে অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উদ্‌যাপিত হবে। সভায় অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, মেট্রোপলিটন পুলিশ কমিশনারগণ, রেঞ্জ ডিআইজিগণ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ এবং ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status