দেশ বিদেশ
রাজধানীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবাররাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম জনি মিয়া। পুলিশ বলছে, জনি মোহাম্মদপুর এলাকার শীর্ষ সস্ত্রাসী। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে পুলিশের তেজগাঁও অঞ্চলের ডিসি এইচএম আজিমুল হক জানান, গতকাল দুপুরে মোহাম্মদপুর তুরাগ নদী সংলগ্ন একতা হাউজিং এলাকা থেকে অস্ত্র সহ তাকে গ্রেপ্তার করা হয়। তার নামে ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধে ১৪টি মামলা রয়েছে। সে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চন্দ্রিমা মডেল টাউন, একতা হাউজিং, নবীনগর হাউজিং ও বসিলা এলাকা এবং আদাবর থানা এলাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মারামারি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাকে এই এলাকার ত্রাস বলে সবাই জানে। এমন কোনো অপরাধ নেই যে সে করেনি। একবার তাকে আটক করতে গেলে মোহাম্মদপুর থানার পুলিশের এক এসআইকে কুপিয়ে আহত করেছিল সে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।