দেশ বিদেশ
কোন দেশ কী ভিসা নীতি করলো তার ওপর নির্বাচনে প্রভাব পড়বে না: শিক্ষামন্ত্রী
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবারশিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের একটি স্বাধীন নির্বাচন কমিশন আছে, নিজস্ব আইনকানুন আছে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কোন দেশ কী ভিসা নীতি আরোপ করলো তার ওপর আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। গতকাল দুপুরে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধনের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য শেখ হাসিনা বদ্ধপরিকর। জনগণের প্রত্যাশা অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে আমাদের প্রত্যাশা।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাছেতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী ও মেয়র আতাউর রহমান সেলিম।