দেশ বিদেশ
দেশের বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবারকেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, দলের আমীর ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের মুক্তি ও গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। গতকাল দেশের বিভিন্ন জেলা ও মহানগরে এসব কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা। এসব সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতাসীন সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে চরম দলন ও পীড়নের পথ বেছে নিয়েছে। জামায়াত নেতাদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছেন। তাদের নির্মমতা অতীতের সকল স্বৈরাচারী শাসনকে হার মানিয়েছে। একের পর এক শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে ফরমায়েশি সাজা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে সরকার ক্ষান্ত হয়নি। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতৃবৃন্দকে বছরের পর বছর বিনা বিচারে কারাগারে আটকে রেখেছে। জামায়াত কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর জামায়াত নেতা মুহাম্মদ আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক প্রমুখ। বিকালে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। নীলফামারীতে বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন জেলা শাখার আমীর আব্দুর রশিদ, নায়েবে আমীর জননেতা ডক্টর খায়রুল আনাম ও মাওলানা আব্দুস সাত্তার। এ ছাড়া সিরাজগঞ্জ, দিনাজপুর, শরীয়তপুর, চট্টগ্রাম উত্তর জেলা, কুমিল্লা দক্ষিণ জেলায় কর্মসূচি পালন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।