অনলাইন
৯৯৯'এ চোরের ফোন
তাড়াতাড়ি পুলিশ পাঠান, আমারে বাঁচান
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ২:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

‘হ্যালো এটা কি পুলিশের কন্ট্রোল? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে, এখন লোকজন টের পাইয়া গেছে, আমারেতো পিটাইয়া মাইরা ফালাইবো, আমারে গ্রেপ্তার করেন। তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান, আমারে বাঁচান।’
মঙ্গলবার ভোর সোয়া ৪টায় ঢাকার কদমতলী থানাধীন খানকা রোডের পাসপোর্ট অফিসের পাশে একটি দোকান থেকে হৃদয় নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে এমন তথ্য জানান। ৯৯৯ তাৎক্ষণিকভাবে কদমতলী থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানায়।
সংবাদ পেয়ে কদমতলী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। ততক্ষণে জনগণ কলার হৃদয়কে ধরে কিছুটা পিটুনি দেয়া শুরু করেছিল। কলারকে পুলিশ সেই অবস্থা থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। চোরের নাম হৃদয় (২৫)। সে কদমতলী থানার মেরাজনগর ব্লক-বি’ এ বাস করে। এ সংক্রান্তে একটি মামলা রুজু করা হয়েছে এবং বিচারার্থে কলারকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই ঘটনায় ৯৯৯ এ কল টেকারের দায়িত্ব পালন করেন কনস্টেবল মিঠুন সরেন, ৯৯৯ পুলিশ ডিসপাচের দায়িত্বে ছিলেন এএসআই মো. রবিয়ার এবং কদমতলী থানা পুলিশ দলের নেতৃত্বে ছিলেন এসআই আল আমীন।
।পাঠকের মতামত
চেহারা সুরতে "মাশাল্লাহ"। দেখলেই সালাম দেবার জন্য হাত আগে এমনিতেই উঠে আসবে। কিন্তু রাতের কামে মনে হয়, "জালেম"।
কারো কারো প্রতিক্রিয়া দেখে মনে হয়, বাংলাদেশে আগে ফেরেশতাদের রাজত্ব ছিলো! এখনই কেবল চোর- বাটপারে দেশটা ভরে গেছে। তিলকে তাল করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন।
বুদ্ধিমান চোরও বাঁচতে জানে। ভাগ্যিস পুলিশ তাকে উদ্ধারে গেছে কোন নির্বাহী আদেশের বলে তাকে মরতে হয়নি। যেখানে ঐ নির্বাহী আদেশে অবৈধ সরকার অনেক অন্যায্য অপকর্ম চালিয়ে যাচ্ছে। দেশে আজ চোরের কেন, কোন সাধুরই বাঁচার উপায় নেই। চোরের জন্য এখনো বাংলাদেশ আছে।
জান বাঁচানো ফরয
ডিজিটাল যুগের উৎকৃষ্ট উদাহরন এটা। আগে জীবন, তারপর বিচার বা অন্য কিছু। চোর হউক আর খুনী হউক তারও বেঁচে থাকার এবং আইনগত সাপোর্ট পাওয়ার অধিকার আছে। অপরাধীর বিচারের জন্য আইন আছে, কোর্ট আছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নাই।
খুব ভালো, মিলে মিশে আছি আমরা
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ/ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে
ইন্ডিয়া টুডে'র প্রতিবেদন/ বাংলাদেশে 'দুই বেগমের যুদ্ধে' ভারত-চীন এক শিবিরে, যুক্তরাষ্ট্র অন্যদিকে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]