ঢাকা, ১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

শুটিংয়ে ব্যর্থতায় নাখোশ বিওএ মহাসচিব

স্পোর্টস রিপোর্টার হাংজু (চীন) থেকে
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার

শুটিংয়ে বাড়তি প্রত্যাশা নিয়ে এশিয়ান গেমসে এসেছে বাংলাদেশ। তবে দিন যতো যাচ্ছে সেই প্রত্যাশা ফিকে হয়ে আসছে। প্রথম দিনে ১০ মিটার এয়ার রাইফেলে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের তিন নারী শুটার। গতকাল ১০ মিটার এয়ার রাইফেলে পুরুষ বিভাগে তাদের কাতারে দাঁড়িয়েছেন তামজিদ হাসান, রবিউল ইসলাম ও অর্ণব শারার লাদিফ। এদের মধ্যে অর্ণব ক্যারিয়ার সেরা স্কোর করেছেন। ৬২৬. ২০ স্কোর করে ৫৪ জনের মধ্যে ১৮তম হয়েছেন  বাংলাদেশের এই শুটার। তামজিদ বিন আলম ৬২৫.৫ স্কোরে ২২তম এবং রবিউল ইসলাম ৬২৩.৯ স্কোরে ২৮তম হয়েছেন।  ফুইয়াং ইনহু স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত রেঞ্চে ১৪ দলের মধ্যে সপ্তম হয়েছে বাংলাদেশ। শুটিং টানা বিপর্যয়ে বেজায় ক্ষুদ্ধ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশর (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। ক্রিকেট মাঠে শুটিংয়ের ব্যর্থতার খবর শুনে বিওএ’র এই কর্মকর্তা বলেন, শুটিংয়ে সম্ভাবনা আছে বলেই তাদের সারা বছর ট্রেনিংয়ে রাখা হয়। তাদের পেছনে আমরা সবচেয়ে বেশি বিনিয়োগ করে থাকি। তারপরেও তারা না পারলে আমাদের কি করার আছে। আমরা আমাদেও চেষ্ঠা কওে যাচ্ছি। দেখাযাক সামনে আরো কিছু ইভেন্ট আছে। তবে তাদের প্রথম দু’দিনের পারফরমেন্সে আমি হতাশ। 
সাঁতারে রাফির উন্নতি: আগের দিন ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ২৮ জনের মধ্যে ২১তম হয়েছিলেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। গতকাল হাংজু অলিম্পিক স্পোর্টস অ্যাকুয়াটিক সেন্টারের পুলে ৫০ মিটার ব্যাক স্ট্রোকে ৩২ জনের মধ্যে ২২তম হন তিনি। সময় নিয়েছেন ২৭ দশমিক দু্‌ই শূণ্য সেকেন্ডে। আর তিন নম্বর হিটে আটজনের মধ্যে অস্টম হয়েছেন সামিউল। আগের দিনও হিটে আট জনের মধ্যে অষ্টম হয়েছেন রাফি। 
বক্সিংয়ে আবু তালহার বাই: নাম নিবন্ধন করে খেলতে না আসায় রিংয়ে নামার আগে দ্বিতীয় রাউন্ডের টিকেট পেয়েছিলে বাংলাদেশের যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌস। গতকাল বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডের টিকেট পেয়েছে বাংলাদেশের আরেক বক্সার আবু তালহা। হাংজু জিমন্যাশিয়াসে অনুষ্ঠিত ৫১ কেজির ওজন শ্রেনীতে প্রথম রাউন্ডে বাই পেয়েছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে তার খেলা বৃহস্পতিবার। জিনান রিংয়ে নামবেন আগামীকাল। 
তায়কোয়ান্দোতে হার: প্রথম দিনে রুমা খাতুন ও নুরুদ্দিনের পর গতকাল স্পোর্টস কালচারাল অ্যান্ড এক্সিবিউশন সেন্টারে অনুষ্ঠিত ৫৮ কেজি ওজন শ্রেণীতে হেরে বাদ পড়েছেন বাংলাদেশের মোহাম্মদ ইলিয়াস। ইরানের হাজি মাহদির কাছে তিনি হেরেছেন ২-০ পয়েন্ট ব্যবধানে। আজ পাঁচ ডিসিপ্লিনে অংশ নিবে বাংলাদেশ। হাংজুর কুই উইহান স্টেডিয়ামে হকিতে পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। শুটিংয়ে মিক্সড ইভেন্টে অংশ নিবেন রবিউল ইসলাম ও শায়রা পারভীন। ফেন্সিংয়ের ব্যক্তিগত ইভেন্টে এসএ গেমসের স্বর্ণ জয়ী ফাতেমা মুজিবের সঙ্গে নামবেন রোকসানা খাতুন ও ফারজানা ইয়াসমিন নিপা। বক্সিংয়ের ৫৭ কেজি ওজন শ্রেণিতে অংশ নিবেন বাংলাদেশের সেলিম হোসেন। দাবায় ব্যক্তিগত ইভেন্টে খেলবেন নওশীন আঞ্জুম, এনামুল হোসেন রাজীব ও ফাহাদ রহমান।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

বিবিসি’র বিশেষ প্রতিনিধির চোখে/ বাংলাদেশের জন্য ভারত ‘মাইন্ড ব্লক’

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status