দেশ বিদেশ
রাজধানীর লালবাগে আগুন
স্টাফ রিপোর্টার
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবাররাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিক পণ্যের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। গতকাল দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা সব জিনিসপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা বাড়ার খবর পেয়ে একে একে আরও ৭টিসহ মোট ৯টি ইউনিট পাঠানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় ধোঁয়ায় একই পরিবারের ৬ জন অসুস্থ হন। তারা হলেন- কারখানার মালিক জাকির হোসেন (৬৫), স্ত্রী তসলিমা হোসেন (৬০) ছেলে রাফি (৩৮), ছেলের স্ত্রী তাহাসিন কারিম আনিকা (৩০), জাকিরের নাতনী আফরিন (১৩) ও গৃহকর্মী মাকসুদা বেগম (৬০)। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, লালবাগ এলাকা থেকে একই পরিবারের ৬ জন আমাদের এখানে এসেছে। তাদের সবাই ধোঁয়ায় অসুস্থ হয়ে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তাদের সবাই আশঙ্কামুক্ত। চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হবে।