ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

রাজনীতি

আমিনবাজারে বিএনপির স্থগিতকৃত সমাবেশ হবে ২৮শে সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার

(১১ মাস আগে) ২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৭:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:২৬ অপরাহ্ন

mzamin

সরকার পতনের একদফা দাবিতে ডাকা সাভারের আমিনবাজারে সমাবেশের মঞ্চ পুলিশ ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। রোববার মধ্য রাতে মঞ্চ ভাঙচুরের পর সোমবারের সমাবেশ কর্মসূচি স্থগিত করে দলটি। স্থগিতকৃত ওই সমাবেশটি আগামী ২৮শে সেপ্টেম্বর করার ঘোষণা দিয়েছে বিএনপি। 

এদিকে সোমবার দুপুরে আমিনবাজার বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে অবস্থিত বিএনপি নেতা কফিল উদ্দিনের মালিকানাধীন চিশতিয়া ফিলিং স্টেশনের পাশে বালুর মাঠে মঞ্চের বাঁশ খুঁটি মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। এসময় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা ছিল। 

ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী জানিয়েছেন, সাভার থানার ওসি রাত দেড়টার দিকে আমাকে ফোন করে জানান, আপনারা আগামীকাল সমাবেশ করতে পারবেন না। আমি ওসিকে জিজ্ঞেস করলাম, রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো পুলিশ কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেওয়ার কথা বলছেন?’ ওসি বলেন, আওয়ামী লীগ ওখানে সমাবেশ চায়। সে কারণে আপনারাও এখানে সমাবেশ করতে পারবেন না। নিপুণ রায় জানান, মঞ্চ ভেঙে দেয়ার পর সমাবেশটি স্থগিত করা হয়। দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলাপ করে আগামী ২৮শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা আড়াইটায় একই স্থানে সমাবেশটি করার সিদ্ধান্ত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, ট্রাফিক ও অপস) (এএসপি) আব্দুল্লাহ হিল কাফী বলেন, পুলিশের বিরুদ্ধে বিএনপির মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগটি হাস্যকর। বিএনপির সমাবেশের কোনো অনুমতি ছিল না। এছাড়া একইস্থানে আওয়ামী লীগও সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। দুই পক্ষ মুখোমুখি হলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা থেকে এখানে আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status