ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

হারুন কাণ্ড

প্রতিবেদন দাখিলের সময় তৃতীয় দফা বাড়ছে

স্টাফ রিপোর্টার
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবারmzamin

শাহবাগ থানা হেফাজতে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গঠন করা তদন্ত কমিটি প্রতিবেদন দাখিলের জন্য আরও সময় চেয়েছে। কমিটির সভাপতি ৭ দিনের সময় চেয়ে ফের কমিশনারের কাছে আবেদন করেছেন। 

৯ই সেপ্টেম্বর রাতের ওই ঘটনায় পরদিন বিভিন্ন গণমাধ্যমে হারুনের নির্মমতার চিত্র তুলে ধরে সংবাদ প্রচার হয়। পরে ওইদিনই ডিএমপি কমিশনার ঘটনার তদন্তের জন্য উপ-পুলিশ কমিশনার (অপারেশন্স) কে সভাপতি করে, এডিসি নিউ মার্কেট ও এডিসি ডিবি মতিঝিলকে সদস্য করে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে দেন। কমিটিকে ২ কার্যদিবসের ভেতরে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। ২ দিন শেষ হওয়ার আগেই কমিটি ৫ দিনের সময় চেয়ে আবেদন করে। কমিশনার তাদের ৫ কার্যদিবস সময় দেন। পরে কমিটি আবার ৭ দিন সময় চেয়ে আবেদন করলে দ্বিতীয় দফায় তাদের ৩ কার্যদিবস সময় দেয়া হয়। কিন্তু এই সময়ের ভেতরে প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয় কমিটি। তারা আরও ৭ দিন সময়ে চেয়ে গতকাল আবেদন করেছেন।

সূত্রগুলো বলছে, তদন্ত কমিটির তদন্ত কার্যক্রম প্রায় শেষ। ইতিমধ্যে তারা বারডেম হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ, প্রত্যক্ষদর্শী, হাসপাতালের স্টাফ, থানায় গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন।

বিজ্ঞাপন
এ ছাড়া এডিসি হারুন, সানজিদা, ভুক্তভোগী ছাত্রলীগ নেতা ও প্রেসিডেন্টের এপিএস আজিজুল হক মামুনের বক্তব্য নিয়েছেন। তারা প্রত্যেকেই নিজের অবস্থান তুলে ধরেছেন। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, কার কি কি ভূমিকা সবই জানতে পেরেছেন কমিটি। বিশেষ করে এডিসি হারুনের অপরাধের প্রমাণ পেয়েছেন তারা। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। তারাও ঘটনার তদন্ত করে, কার কি অপরাধ সেগুলো খুঁজে বের করছেন।

পাঠকের মতামত

দেশের একজন উচু স্তরের সৈনিক সিনহাকে পুলিশের ওসি প্রদিপ হত্যা করার পর কতজন তদন্তকারী বদল হন যাহাতে ওই প্রদীপকে রক্ষা করার জন্য। একই ভাবে পুলিশের কেউ কেউ সামনে এসে হারুনকে রক্ষা করতে অন্যকে দোষ দিতেছেন। পুলিশ কখনো চায়না ওদের দোষ মানতে।

Khan
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ২:১৮ অপরাহ্ন

সাগর-রুনি হত্যাকান্ড ও রিজার্ভ চুরির ঘটনার তদন্তের মতো হারুন কান্ডের তদন্ত প্রতিবেদনও কয়বার পেছাতে হয় তার অপেক্ষায় থাকলাম।

শওকত আলী
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯:১৩ অপরাহ্ন

তৃতীয় বার পিছানোর কারণ আসলে পুলিশের তদন্ত কারি জানেন এই রিপোর্ট জমা দিলে হারুন দোষী হয়ে যাবে এবং দেশের মানুষ জানে হারুন দোষী কিন্তু পুলিশ চায়না পুলিশের লোক দোষী হন এজন্যই পুলিশের তদন্তকারীরা একটা রিপোর্ট দিতেছে না।

Khan
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ২:০৯ অপরাহ্ন

কাকে রেখে কাকে বাদ দিই! শেষ পর্যন্ত তদন্ত কমিটির তদন্ত করতে আরো কয়েক দফা কমিটি করা লাগে কিনা? আইনের শপথে থেকে বেআইনীভাবে লাঠিয়াল হিসেবে যার অনেক কৃতীত্ব তার বিরুদ্ধে যাওয়া কি ঠিক হবে?

আজাদ আবদুল্যাহ শহিদ
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১১:৩৩ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status