ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

প্রথম পাতা

হারুন কাণ্ড

প্রতিবেদন দাখিলের সময় তৃতীয় দফা বাড়ছে

স্টাফ রিপোর্টার
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার
mzamin

শাহবাগ থানা হেফাজতে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গঠন করা তদন্ত কমিটি প্রতিবেদন দাখিলের জন্য আরও সময় চেয়েছে। কমিটির সভাপতি ৭ দিনের সময় চেয়ে ফের কমিশনারের কাছে আবেদন করেছেন। 

৯ই সেপ্টেম্বর রাতের ওই ঘটনায় পরদিন বিভিন্ন গণমাধ্যমে হারুনের নির্মমতার চিত্র তুলে ধরে সংবাদ প্রচার হয়। পরে ওইদিনই ডিএমপি কমিশনার ঘটনার তদন্তের জন্য উপ-পুলিশ কমিশনার (অপারেশন্স) কে সভাপতি করে, এডিসি নিউ মার্কেট ও এডিসি ডিবি মতিঝিলকে সদস্য করে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে দেন। কমিটিকে ২ কার্যদিবসের ভেতরে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। ২ দিন শেষ হওয়ার আগেই কমিটি ৫ দিনের সময় চেয়ে আবেদন করে। কমিশনার তাদের ৫ কার্যদিবস সময় দেন। পরে কমিটি আবার ৭ দিন সময় চেয়ে আবেদন করলে দ্বিতীয় দফায় তাদের ৩ কার্যদিবস সময় দেয়া হয়। কিন্তু এই সময়ের ভেতরে প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয় কমিটি। তারা আরও ৭ দিন সময়ে চেয়ে গতকাল আবেদন করেছেন।

সূত্রগুলো বলছে, তদন্ত কমিটির তদন্ত কার্যক্রম প্রায় শেষ। ইতিমধ্যে তারা বারডেম হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ, প্রত্যক্ষদর্শী, হাসপাতালের স্টাফ, থানায় গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন। এ ছাড়া এডিসি হারুন, সানজিদা, ভুক্তভোগী ছাত্রলীগ নেতা ও প্রেসিডেন্টের এপিএস আজিজুল হক মামুনের বক্তব্য নিয়েছেন। তারা প্রত্যেকেই নিজের অবস্থান তুলে ধরেছেন। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, কার কি কি ভূমিকা সবই জানতে পেরেছেন কমিটি। বিশেষ করে এডিসি হারুনের অপরাধের প্রমাণ পেয়েছেন তারা। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। তারাও ঘটনার তদন্ত করে, কার কি অপরাধ সেগুলো খুঁজে বের করছেন।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status