ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবারmzamin

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী দেশের মানুষের সমর্থন চান না, তিনি ক্ষমতা টিকিয়ে রাখতে বিদেশিদের হাতে-পায়ে ধরেন। বিশ্বের রাষ্ট্রপ্রধানরা নিজের দেশের স্বার্থ রক্ষায় লবিং করে, আর আমাদের রাষ্ট্রপ্রধান লবিং করেন ক্ষমতা দখল করে রাখতে। তিনি বলেন- বেগম জিয়ার মুক্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। রোববার বিকালে নগরীর রেজিস্ট্রারী মাঠে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিও উন্নত চিকিৎসার দাবিতে বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন। 

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জনগণের ভোটে তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত রেখে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ফ্যাসিস্ট সরকার। দেশবাসী এই স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেতে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রেখেছে। বিশ্ববাসীও বাংলাদেশের মুক্তিকামী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র নিশিরাতের ভোটডাকাত সরকার ও তাদের গৃহপালিত কথিত ঠুঁটোজগন্নাথ বিরোধী দল এবং ভোট চুরিতে সহযোগিতাকারী, জনগণের উপর ঝুলুম-নির্যাতনের সঙ্গে জড়িত কিছু আমলার উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। যা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। সর্বোপরি ফ্যাসিস্ট সরকারের পতন এবং নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশনেত্রী বেগম জিয়াকে মুক্ত করা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব নয়।

বিজ্ঞাপন
এজন্য দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সরকার পতনের আন্দোলনে রাজপথে নামতে হবে। 

স্বাগত বক্তব্যে মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন বলেন, সরকার ষড়যন্ত্রমূলক মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। তাকে সুচিকিৎসা নিতে দিচ্ছে না। যারা এই সরকারের সহযোগী হিসেবে কাজ করবে জনগণ তাদেরকে অবরুদ্ধ করে রাখবে। সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, জেলা বিএনপি’র সহ সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সামিয়া চৌধুরী, মহানগর বিএনপি’র সাবেক যগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, মামুনুর রশিদ মামুন, নজিবুর রহমান নজিব প্রমুখ। সমাবেশ শেষে নগরীর রেজিস্ট্রারী মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পাঠকের মতামত

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ম্যাগনিটস্কি স্টাইল স্যাংশন আরোপের দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ার এমপি আবিগালি বয়েড।এ দাবী শুধু সিলেটের মোক্তাদিরের দাবীই নয়। আন্তর্জাতিক দুনিয়া থেকেও সাড়া পড়েছে, কারণ এ নির্যাতন এক দুইদিনের নয়। বহু আগে থেকেই আমেরিকার হিসাবেও আছে অবৈধের ধান্ধাবাজি। লগি বৈঠার খবর তারা বহু আগে থেকেই জানে। ডনাল্ড ট্রাম্প ছিল ভারত ও অবৈধ সরকারের সহমর্মী। তবে বাইডেন আসার পর দুনিয়ার বেশ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাদেরও বোধদয় হয়েছে, দেরীতে হলেও। অবৈধ সরকারের অমানবিক কর্মকান্ডের জবাবে অষ্ট্রেলিয়া খালেদা জিয়ার মুক্তি ও ম্যাগনিটস্কি স্টাইল স্যাংশন আরোপ করতে আন্তর্জাতিক বিশ্বকে চাপ দিচ্ছে।

Nazma Mustafa
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৪:৩৮ অপরাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status