ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

স্যাংশনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই: আ.ফ.ম বাহাউদ্দিন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার
mzamin

 স্যাংশনের ভয় দেখিয়ে অথবা কাউকে স্যাংশন দিয়ে কোনো লাভ নেই। আমরা গণতন্ত্র, পবিত্র সংবিধান ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রক্ষায় বদ্ধপরিকর। একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যদিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটে নির্বাচিত শেখ হাসিনার সরকার। এই সরকারের আমলে আগামী দিনের স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। পশ্চিমারা যদি সত্যিকার বাংলাদেশে গণতন্ত্র চায় তারা কি পদক্ষেপ নেয় সেটা দেখার অপেক্ষায় বাংলাদেশের মানুষ।  বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, গত সাড়ে চৌদ্দ বছর পনেরো বছর পার হয়ে যায় এর ভিতরে তারা একবারের জন্যও আন্দোলনের কোনো সফলতা দেখাতে পারেনি। তাদের আন্দোলন ব্যর্থ হওয়ার মূল কারণ তাদের প্রতি জনগণের সমর্থন নেই। তাদের কর্মসূচিতে মানুষের কোনো অংশগ্রহণ নেই। বিএনপি পদযাত্রা, কালো পতাকা মিছিল অনেক কিছুই করে। 

এ সকল যাত্রা তাদের শব যাত্রা হবে বলে আমরা মনে করি।  গতকাল বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি’র বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, স্যাংশন নিয়ে শেখ হাসিনার হুংকার শুনেছেন। এমন প্রতিবাদের সাহস ক’জনের আছে। তিনি জনগণের জন্য ও গণতন্ত্রের জন্য কাজ করে যেতে চান। আহমদ হোসেন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বিএনপি জামাত মোকাবিলায় সাহস নিয়ে মাঠে সক্রিয় থাকতে হবে। স্বাধীনতা বিলোধী চক্র জামায়াত বিএনপি’র আস্তানা জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে। দীর্ঘ প্রায় ১০ বছর  পর মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।  গতকাল মৌলভীবাজার শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও গেট, ব্যানার ও ফেস্টুনে ছেঁয়ে যায় জেলা ও উপজেলা শহর।

 সকাল সাড়ে ১১টার দিকে পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম। এর আগে থেকেই প্ল্যাকার্ড, ব্যানারসহ খণ্ড খণ্ড মিছিল সহকারে উজ্জীবিত নেতাকর্মীরা সম্মেলনস্থলে আসতে থাকেন। মৌলভীবাজার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হক রাব্বির সঞ্চলনায় সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি ও  মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ  সম্পাদক  এসএম জাকির  হোসাইন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম মাহবুবুল হাসান, উপ-প্রবাসী কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন। 

বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র  ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান সুমন, সাধারণ সম্পাদক কাউন্সিলর সৈয়দ সেলিম হক, ছাত্রলীগের সভাপতি  আমিরুল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের উপজেলা ও জেলার নেতৃবৃন্দ।  উল্লেখ্য, ২০১৪ সালের ২৭শে জুলাই সম্মেলন শেষে আংশিক কমিটি হলেও ২০১৬ সালে ১০১ সদস্যবিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন পায় স্বেচ্ছাসেবক লীগ জেলা কমিটি। সম্মেলন পর্যন্ত নতুন কমিটির জন্য সভাপতি পদে ১৫ জন ও সাধারণ সম্পাদক পদে ১২ জন প্রার্থী তাদের সিভি জমা দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের সিভি যাচাই-বাচাই শেষে কমিটি ঘোষণা করা হবে বলে জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।  

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status