ঢাকা, ৯ ডিসেম্বর ২০২৪, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা

ইমাদ উদ দীন,মৌলভীবাজার থেকে

(১ বছর আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১:১৭ পূর্বাহ্ন

mzamin

দীর্ঘ প্রায় ১০ বছর  পর হচ্ছে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন। আজ (রোববার) মৌলভীবাজার শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। সম্মেলনকে প্রাণবন্ত ও করতে তোরণ,ব্যানার আর ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে সম্মেলনস্থলের আশপাশসহ জেলা ও উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্পট। নির্মিত হয়েছে প্রায় শতাধিক তোরণ। সভাপতি,সম্পাদক পদপ্রার্থী ছাড়া দলের বর্তমান কমিটির নেতারাও কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের ছবিসম্বলিত ফেস্টুন ও ব্যানার দিয়ে সাজিয়েছেন পুরো শহর। নেতাকর্মীদের দৃষ্টিকাড়তে উৎসব মুখর পরিবেশে গতকাল (শনিবার) বিকাল পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও অনেকটা প্রতিযোগিতা করেই চলে তোরণ নির্মাণ ও ব্যানার,ফেস্টুন লাগানোর কাজ। ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে শনিবার সকল প্রস্তুতি সম্পন্ন হয়। সম্মেলন উপলক্ষে পুরো জেলা জুড়েই সাজ সাজ রব। 
আজ (রোববার) সকাল ১১ টা থেকেই শুরু হবে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম। কে হচ্ছেন পরবর্তী সভাপতি,সম্পাদক এখন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। নানা কারণে সাংগঠনিক কার্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়ার পর আগামী জাতীয় নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এ সম্মেলনকে নিয়ে জেলা জুড়ে উজ্জীবিত দলের তৃণমূলের নেতাকর্মীরা। দলের হাই কমান্ড থেকে সম্মেলনের প্রস্তুতির নির্দেশনা আসার সাথে সাথেই তৃণমূলের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জানা যায় সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। উদ্বোধক কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। 
বিশেষ অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন,শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ,ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ  সম্পাদক  এস এম জাকির  হোসাইন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম মাহবুবুল হাসান,উপ-প্রবাসী কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন। নেতাকর্মীরা জানান ২০১৪ সালের ২৭ জুলাই সম্মেলন শেষে আংশিক কমিটি হলেও ২০১৬ সালে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পায় জেলা কমিটি। দলের গঠনতন্ত্রনুযায়ী তিন বছর কমিটি হওয়ার কথা থাকলেও কোভিড-১৯সহ নানা কারণে তা আর সম্ভব হয়নি। একারণে অনেকটাই ঝিমিয়ে পড়ে দলের সাংগঠনিক কার্যক্রম। নতুন কমিটির জন্য এ পর্যন্ত  প্রায় ডজন খানেক নেতা সভাপতি ও সম্পাদক পদে তাদের সিভি জমা দিয়েছেন। সম্মেলনকে কেন্দ্র করে গেল ক’দিন থেকে সভাপতি ও সম্পাদক পদপ্রার্থীরা ছুটে বেড়িয়েছেন দলের তৃণমূলের নেতাকর্মীসহ কেন্দ্রীয় নেতা ও অভিভাবক সংগঠন আওয়ামী লীগের নেতাদের কাছে। তারা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নানা কৌশল তোলে ধরে নিজেদের যোগ্যতা জানান দিয়েছেন। 
জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী মোজাম্মেল হক রাব্বি মানবজমিনকে বলেন সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীরা আনন্দিত। দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আসবেন তাদের বরণ করতে দৃষ্টিনন্দন আয়োজনে উৎসবমুখর পরিবেশে আমরা সব প্রস্তুতি শেষ করে অপেক্ষা করছি। 
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নজমুল হক মানবজমিনকে জানান সম্মেলন সফল করতে সর্বাত্মক প্রস্তুতি শেষ হয়েছে। তিনি বলেন দায়িত্ব পালনকালীন সময় ইউনিয়ন ওয়ার্ড কমিটি থেকে শুরু করে জেলা পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছি। এর সুফলও আমরা জাতীয় সংসদ,ইউনিয়ন,পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনে পেয়েছি। নতুন কমিটিতে যোগ্য নেতৃত্ব আসবে এবং এ ধারা অব্যাহত থাকবে এমনটিই প্রত্যাশা করছি। 
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ মানবজমিনকে বলেন সম্মেলনকে কেন্দ্র করে জেলা জুড়ে দলের নেতাকর্মীরা উৎফুল্ল ও উজ্জীবিত। সম্মেলন সফল করতে জেলার প্রতিটি উপজেলায় সভা হয়েছে। কেন্দ্রীয় কমিটির যোগ্য নেতৃবৃন্দের সার্বিক দিকনির্দেশনায় সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলায়ও বলিষ্ঠ নেতৃত্ব আসবে। যাদের সুযোগ্য নেতৃত্বে এ জেলায় দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status