ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

বাংলাদেশ-ভারত দ্বৈরথ নিগারদের চোখ আকাশে

সামন হোসেন, হাংজু (চীন) থেকে
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার

ক্রিকেটের হাত ধরেই এশিয়ান গেমসের মতো বৈশি^ক আসরে স্বর্ণের দেখা পায় বাংলাদেশ। ২০১০ সালে এই চীনের গুয়াংজুতে সোনার পদক জিতে জাতীয় সংগীত বাজিয়েছেন আশরাফুল-সাব্বিররা। ইনচন এশিয়াডেও দুটি পদক এসেছিল এই ইভেন্টে। পুরুষ-নারী দুই বিভাগেই পদক জিতেছিল বাংলাদেশ। জাকার্তায় ক্রিকেট না থাকায় খালি হাতে ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা। হাংজু এশিয়াডে ক্রিকেট ফেরায় আবারো স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়াতে পারে হাংজুর আবহাওয়া। গত কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে শহরটিতে কাল গেমসের উদ্বোধনী দিনে সকাল থেকে বৃষ্টি হয়েছে। কখনো মুষলধারে কখনো বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টির সম্ভাবনা আছে আজও।

বিজ্ঞাপন
আজ বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ-ভারতের মধ্যকার নারী ক্রিকেটের সেমিফাইনাল। আর সেটা হলে আইসিসি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধা নিয়ে সোনার মেডেল জয়ের লড়াইয়ে চলে যাবে ভারত। ব্রোঞ্জের ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। ক্রিকেটের বাইরে সাঁতার, দাবা, শুটিং তায়েকোয়ানদো, জিমন্যাস্টিকস সহ মোট আট ইভেন্টে নামছেন বাংলাদেশের অ্যাথলেটরা।

একতালে, একই সুরে ৪৫ দেশের ১২ হাজার ক্রীড়াবিদের কণ্ঠে ফুটে উঠে ‘লাভ উই শেয়ার’। সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে হাংজুর অলিম্পিক স্টেডিয়ামে বর্ণিল উদ্বোধনে হাজির হন গেমসে অংশ নেয়া ক্রীড়াবিদরা। উদ্বোধনী অনুষ্ঠানে এক ছাতার নিচে হাজির হলেও মাঠের লড়াইয়ে আজ তারা একে অপরের প্রতিপক্ষ। কেউ কাউকে ছেড়ে না দেবার চ্যালেঞ্জ, দেশের সম্মান আরও উঁচুতে নেয়ার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ জিততে প্রস্তুত বাংলাদেশের ক্রীড়াবিদরাও। আজ ক্রিকেটের ধ্রুপদী লড়াইয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ ভারত। হাংজুর জিয়েজাং ইউনিভার্সিটি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। গত জুলাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিগার সুলতানা জ্যোতিরা দেখিয়েছেন দাপট। সেই সিরিজে আম্পায়ারিং নিয়ে ভারত অধিনায়ক হারমানপ্রীত কাউরের সমালোচনায়  হাংজুতে দুই দেশের দ্বৈরথে এনেছে অন্য রকম রোমাঞ্চ। ওই ঘটনার কারণে নিষিদ্ধ হওয়া হারমানপ্রীত আজকের ম্যাচে থাকবেন দর্শক সারিতে। অতীতের তিক্ততাগুলো ভুলে বাংলাদেশের মেয়েদের সব মনোযোগ ম্যাচের দিকে। একই সঙ্গে হাংজুর আকাশের দিকেও তাকাতে হচ্ছে নিগারদের। কারণ, গত কয়েকদিনের বৃষ্টিতে চারটি কোয়ার্টার ফাইনালের তিনটিতেই খেলার ফলাফল আসেনি। খেলা হওয়া একমাত্র কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে ৬ রানের জয় পেয়েছে ইনচন এশিয়াডে মেয়েদের ক্রিকেটে স্বর্ণ জেতা শ্রীলঙ্কা। না খেলেও প্রতিপক্ষের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ উঠে যায় শেষ চারে। আজ বৃষ্টিতে খেলা পণ্ড হলে কপাল পুড়বে বাংলাদেশের। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারত চলে যাবে ফাইনালে, বাংলাদেশকে খেলতে হবে ব্রোঞ্জের লড়াইয়ে। তবে এসব না ভেবে ম্যাচের দিকেই ফোকাস রাখতে চান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে যাওয়ার আগে হোটেলে বসে তিনি বলেন, ‘আবহাওয়ার ওপর কারও হাত নেই। কাল যা হবে তা আমাদের মেনে নিতে হবে। আমরা সব কিছুর জন্য প্রস্তুত আছি। তবে মাঠের লড়াইয়ে আমরা জিতেই ফাইনাল নিশ্চিত করতে চাই।’ 

গেমসের অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট হলেও এশিয়ান গেমসে সাঁতার নিয়ে কোনো আশা নেই বাংলাদেশের। হাংজুর অলিম্পিক স্পোর্টস সেন্টারের অ্যাকুয়াটিক স্পোর্টস অ্যারেনায় ১০০ মিটার ব্যাকস্ট্রোকে হিটে নামবেন সাঁতারু সামিউল ইসলাম রাফি। জিমন্যাস্টিকসে কোয়ালিফিকেশন এবং টিম ফাইনালে সাংকেহং খুশি এবং আবু সাঈদ রাফি নামবেন। দাবার বোর্ডে সাফল্যের খোঁজে নামবেন নওশীন আনজুম, এনামুল হোসেন এবং ফাহাদ রহমান। যে ইভেন্টকে ঘিরে প্রত্যাশা সেই শুটিংয়ে রাইফেল হাতে নিবেন শায়রা আরেফিন, কামরুন্নাহার কলি, নাফিসা তাবাসসুম, তামজিদ বিন আলমম রবিউল ইসলাম এবং অর্নব সারার।  গেমসের পদকের লড়াই যখন শুরু, তখন বিদায়ের শেষ ঘণ্টা বাজার অপেক্ষায় পুরুষ ফুটবল দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী চীনের মুখোমুখি হবে বাংলাদেশ।  

প্রথম পাতা থেকে আরও পড়ুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status