ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

খেলা

মানকাডিং আউট, সোধিকে ফিরিয়ে আনলেন লিটন

স্পোর্টস রিপোর্টার
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবারmzamin

বোলিংয়ে হাসান মাহমুদ, বল ডেলিভারির আগেই ক্রিজ থেকে বের হয়ে গিয়েছিলেন নিউজিল্যান্ডের ব্যাটার ইশ সোধি। সুযোগ বুঝে ‘মানকাডিং’ আউট করেন হাসান। থার্ড আম্পায়ারও আউট দিলেন, সোধিও বের হয়ে যাচ্ছিলেন। কিন্তু তখনই বাংলাদেশ দলের ডাকে আবার ফিরে এলেন সোধি। গতকাল মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দেখা যায় এই দৃশ্য। এরপর থেকেই আলোচনা শুরু হয়েছে এটি নিয়ে। ক্রিকেটে পরিষ্কার আইন হওয়া সঙ্গেও অধিনায়ক লিটনের সোধিকে ফিরিয়ে আনা মহানুভবতা নাকি ভুল। 

ঘটনা ইনিংসের ৪৬তম ওভারের। চতুর্থ বল করতে যাচ্ছিলেন হাসান, তখনই আগেভাগে রান নেওয়ার জন্য পপিং ক্রিজ ছেড়ে বের হয়ে যান সোধি। মুহূর্তের মধ্যে ডেলিভারি স্ট্রাইডে অ্যাকশন পুরো করার আগেই স্টাম্প ভেঙে দেন হাসান, এরপর আবেদনও করেন। অনফিল্ড আম্পায়ার মারাই ইরাসমাস শরণাপন্ন হন থার্ড আম্পায়ার নিথিন মেননের।

বিজ্ঞাপন
রিপ্লে দেখে আউট দেন তিনি।

আউট হওয়ার পর হাসতে হাসতে মাঠ ছাড়ছিলেন সোধি। এরপর আচমকা দেখা যায় সোধিকে পিছন থেকে ডাকছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাদের ডাক শুনে ফিরে আসেন সোধি। এর আগে আম্পায়ার মারাইস ইরাসমাসের সঙ্গে আলোচনা করে আপিল ফিরিয়ে নেন টাইগার অধিনায়ক লিটন। এসব ক্ষেত্রে চাইলে অধিনায়ক আপিল ফিরিয়ে নিতে পারেন আর সেটাই করেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। 
ফিরে আসার পর গ্লাভস খুলে ছুটে গিয়ে হাসানকে আলিঙ্গনে আবদ্ধ করেন সোধি। পুরো গ্যালারি তখন ক্রিকেটারদের অভিনন্দন জানায়। ২৫ বলে ১৭ রানে থাকা সোধি আউট হওয়ার আগে করেন আরও ১৮ রান। খালেদের বলে লিটনের হাতে ক্যাচ দেয়ার আগে ৩৯ বলে ৩৫ রান করেন সোধি। 

এরপর থেকেই লিটনের এই সিদ্ধান্ত নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ‘মানকাডিং’ আউট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিয়ত আলোচনা হয়। ভারতীয় বাঁহাতি স্পিনার ভিনু মানকড় সর্বপ্রথম আন্তর্জাতিক ক্রিকেটে এই আউটের প্রচলন করেন। তার নামের শেষাংশ ‘মানকড়’ থেকেই ‘মানকাডিং’ নামকরণের উৎপত্তি।

অনেকে এটিকে ‘ক্রিকেটের চেতনাবিরোধী’ দাবি করেন। যদিও এটি আর ‘মানকাডিং’ নেই। ২০২২ সালের মার্চ থেকে এটি সাধারণ রান আউট হিসেবে ঘোষণা করে আইসিসি। ওই বছরের অক্টোবর থেকে এটি কার্যকরও হয়। 

ফলে এটিকে এখন আর কোনোভাবেই ‘ক্রিকেটের চেতনাবিরোধী’ বলার সুযোগ নেই। হাসান যেটা করেছেন ক্রিকেটের আইন মেনেই করেছেন। আর সেই সূত্রেই আউট দিয়েছিলেন আম্পায়ার। ফলে লিটনের সোধিকে ফিরিয়ে আনা কতটুকু যুক্তিযুক্ত সেই প্রশ্ন থেকেই যায়। এ বিষয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো লিখেছে, ‘বাংলাদেশের এটা হতে দেওয়া উচিত ছিল। আমাদের ক্রিকেটের আইন মেনে নেওয়া উচিত।’
কয়েকদিন আগেও আফগানিস্তান-পাকিস্তান সিরিজে ‘মানকাডিং’ (বর্তমানে রানআউট) হয়েছে। পাকিস্তানের শাদাব খানকে এভাবে আউট করেছিলেন আফগানিস্তান বোলার ফজলহক ফারুকি। সবমিলিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে এই আউটের ঘটনা আছে ৫টি। বাংলাদেশ কখনোই প্রতিপক্ষের কাউকে এভাবে আউট করেনি।

খেলা থেকে আরও পড়ুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status