ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

বাংলাদেশিরা যা চায়, যুক্তরাষ্ট্রও তাই চায়- শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন

মানবজমিন ডিজিটাল
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবারmzamin

ঢাকার একটি পত্রিকাকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, এই (ভিসা) নীতি ঘোষণা করার পর থেকে সার্বিক ঘটনা খুব কাছ থেকে আমরা দেখেছি। সাক্ষ্য-প্রমাণ ভালোভাবে পর্যালোচনা করার পর আমরা আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছি। ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, সংগঠনের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা থেকে বিরত রাখতে সহিংসতা এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ বা মতামত প্রকাশ থেকে বিরত রাখতে রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ বা গণমাধ্যমের ওপর পরিকল্পিত ব্যবস্থা গ্রহণের মতো কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি শুধু নির্বাচনের দিনের জন্য নয়, বরং সম্পূর্ণ গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার জন্য প্রযোজ্য উল্লেখ করে লু বলেন, আমরা নির্বাচনের সঠিক তারিখ জানি না, তবে এটা স্পষ্ট যে নির্বাচনী প্রক্রিয়া পুরোদমে চলছে।

ডোনাল্ড লুকে প্রশ্ন করা হয়েছিল, নতুন মার্কিন ভিসা নীতির আওতায় কাদের ফেলা হয়েছে? কতজনকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে? লু জানান, যুক্তরাষ্ট্র শুরু থেকেই বলেছে, এই নীতির আওতায় যাদের ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে, তাদের নাম  প্রকাশ করা হবে না। কাউকে ভিসা না দেওয়াসহ যেকোনো ভিসা রেকর্ড মার্কিন আইন অনুযায়ী গোপনীয় তথ্য- এমনটাও স্মরণ করিয়ে দেন লু। তিনি বলেন, বাংলাদেশিরা যা চায়, যুক্তরাষ্ট্রও তাই চায়Ñ একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
 

পাঠকের মতামত

welcome america. thank u lu

Nasim
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১০:২৯ অপরাহ্ন

আমেরিকা স্পষ্ট করেই বলে দিয়েছে সঠিক ভাবে নির্বাচন যেমন আমরা চাই ঠিক আমেরিকাও চায় এতে আমাদেরই লাভ গনতান্ত্রিক ব্যবস্তা ফিরে আসবে ইনশাআল্লাহ।

SOFIQUL ISLAM
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৩:১৮ পূর্বাহ্ন

আমরা চাই গণতন্ত্রের বিজয় হউক। ধন্যবাদ ইউ.এস.।

এদেশের নাগরিক
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ২:১৪ পূর্বাহ্ন

খুশি হল

Hgffhjjj
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১:২২ পূর্বাহ্ন

বাংলাদেশী কারা যারা সরকারিদল করে তারা নাকি আমরা আমজনতা একটু বুঝায়ে বলবেন ?

মো রাজন সরকার
২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৮:২১ অপরাহ্ন

বাংলাদেশের সাধারণ জনতা একটি বিশাল ফুলেল মিছিল নিয়ে মার্কিন দূতাবাস অভিমুখে যাত্রা করতে পরে। দেশে একটা ঈদ ঈদ ভাব দেখা যাচ্ছে। তবে, বিএনপির আন্দোলন আরও বেশি জোরদার করার এখনই শ্রেষ্ঠ সময়।

Mortuza Huq
২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৬:২৩ অপরাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status