ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

টিয়া পাখির রহস্যময় লাল ঠোঁট

আবুল খায়ের বাবু
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
mzamin

 নির্বাচন ঘনিয়ে আসছে। এ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। দেখা দিচ্ছে নানা প্রশ্ন। আটকে আছে অনেক বিনিয়োগ, উদ্যোগ। এমনকি বিয়ের আয়োজনও থমকে পড়ছে। সাধারণত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত শহর থেকে গ্রামে বিয়ের ধুম লাগে। কিন্তু নির্বাচন ও নির্বাচনের অনিশ্চয়তা সবকিছু যেন ধূসর করে তুলেছে। কে বসবে বাংলার আগামী মসনদে নাকি মসনদ চলে যাবে বন্ধুর পথে তা নিয়েই যত টানাটানি আর শঙ্কা। নেতা আর নেতৃত্ব নির্বাচনই এখন হয়ে উঠেছে মুখ্য বিষয়। নির্বাচনের অনেক ফর্মুলা ঘুরপাক খাচ্ছে ইথারের নানা অলিগলিতে। অনেকে তো এ নিয়ে রীতিমতো গবেষণায় নেমেছেন। ওইসব গবেষকদের উর্বর মস্তিষ্ক থেকে বেরিয়ে আসছে নির্বাচনের নানা পথ, নানা মত। তাই কি দরকার এত কিছু ভাববার। একটু পেছনের যুগে প্রবেশ করলেই তো পাওয়া যাবে নেতা ও নেতৃত্ব নির্বাচনের খুব সহজ পথ। এই প্রজন্ম হয়তো টিয়া পাখির লাল ঠোঁটের কারিশমার কথা জানে না। একটা সময় এই টিয়া পাখির কারিশমায় কতো মানুষ খুঁজে পেয়েছে তাদের ভূত-ভবিষ্যৎ। পকেট থেকে টাকা খসিয়ে বুক ভরা স্বপ্ন নিয়ে হেঁটেছে জীবনের পথে। আবার অনেকে ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত ভেবে টিয়া পাখির রহস্যময় লাল ঠোঁটকে অভিশাপ দিয়েছে। সে যাই হোক ওই ঠোঁটের মাধ্যমেই জানতে পেরেছে নিজেদের জীবনের বাঁক, পথের খোঁজ। একইভাবে আমরাও টিয়া পাখির রহস্যময় লাল ঠোঁটের ওপর আস্থা রেখে নির্বাচন করতে পারি আগামীর নেতা ও নেতৃত্ব। তাই দেশ-জাতির শান্তির জন্য আসুন রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করি। কোনো দরকার নাই ইভিএম ব্যালট বাক্স, ব্যালট পেপার। প্রয়োজন কি ভোটের জন্য প্রজাতন্ত্রের লাখ লাখ কর্মকর্তা-কর্মচারী নিয়োগের। প্রয়োজন নাই হাজার হাজার গাড়ির জন্য লাখ লাখ লিটার তেল পুড়িয়ে। কি প্রয়োজন আছে হাজার হাজার টন কাগজ ছাপিয়ে? প্রয়োজন থাকবে না রাতের আঁধারে গায়েবি মামলার আসামি ধরতে দরজায় পদাঘাত করে কারও ঘুমের ব্যাঘাত করবার। দরকার কি রাস্তায় রাস্তায় বিভিন্ন দলীয় কর্মী বাহিনীর মাঝে মারামারি খুনোখুনি দেখবার।

তালতলা, পশ্চিম কাফরুল, ঢাকা
[email protected]

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status