ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে, দুপুর ২টা

মিরপুরে আলোচনায় উইকেট

স্পোর্টস রিপোর্টার
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
mzamin

দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৫ই অক্টোবর ভারতে পর্দা উঠবে এবারের আসরের। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঠিক করতে এই সিরিজে একাধিক ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে, যারা বিগত সিরিজগুলোতে ছিলেন না। সেক্ষেত্রে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ একাধিক ক্রিকেটারকে। তবে প্রস্তুতির সিরিজে বড় বাঁধা হয়ে দাড়িয়েছে টানা বৃষ্টি। একই সঙ্গে আলোচনায় রয়েছে মিরপুরের উইকেট। 

বিশ্বকাপের জন্য এখনও বিকল্প ওপেনার পায়নি বাংলাদেশ। লিটনের ফর্ম নিয়েও রয়েছে দুশ্চিন্তা। সাত নম্বরেও ভরসা করার মতো কারও খোঁজ মেলেনি এখনও। ইবাদত হোসেন না থাকায় বিশ্বকাপে বাংলাদেশের পঞ্চম পেসারও ঠিক হতে পারে এই সিরিজে। সবমিলিয়ে চূড়ান্ত স্কোয়াড ঠিক করতে এখনও প্রশ্নের উত্তরের খোঁজে রয়েছেন মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। 
চোট কাটিয়ে এই সিরিজ দিয়েই মাঠে ফিরেছেন তামিম ইকবাল। গত মার্চের পর বৃহস্পতিবারই প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফিরেছেন সৌম্য সরকার, নুরুল হাসান, অভিষেকের অপেক্ষায় থাকা জাকির হাসান, খালেদ আহমেদ ও রিশাদ হোসেন। প্রত্যেকের জন্যই এই সিরিজটি মহাগুরুত্বপূর্ণ। 

কিন্তু প্রথম ওয়ানডেতে খেলা হয়েছে ৩৩.৪ ওভার। যেখানে সবাই কমবেশি বোলিং পেলেও ব্যাটিং করতে পারেননি কেউই। সৌম্য সরকার ২ আর মাহমুদউল্লাহ রিয়াদ হাত ঘুরিয়েছেন ৪ ওভার। যদিও এই সিরিজে রিয়াদ আর সৌম্যের ব্যাটিংয়ের ওপর নির্ভর করছে অনেককিছু। আজ মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। তবে আজও বিঘ্নিত হতে পারে ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী  আজ ঢাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবারের মতো টানা মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে আজ কার্টেল ওভারেও ম্যাচের ফল আসতে পারে। 

প্রথম ম্যাচে আলোচনায় ছিল মিরপুরের উইকেটও। এদিন মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ যেন কিউই ব্যাটারদের জন্য ত্রাস হয়ে ওঠেন। সফরকারীদের হারানো ৫ উইকেটের ৩টি মোস্তাফিজের। বাকি ২টি নেন নাসুম। উইকেটে বল নিচু হচ্ছিল, সাপের মতো টার্ন করছিল। 

কিন্তু বিশ্বকাপ দোড়গোড়ায় রেখে এমন উইকেটে খেলা আদর্শ প্রস্তুতি হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন ক্রিকেটপ্রেমীরা। পুরো দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে উইকেট নিয়ে সমালোচনা হয়। যদিও ম্যাচের আগে পিচ রিপোর্টে ধারাভাষ্যকার আতহার আলী খান জানিয়েছিলেন, উইকেটে শুরুতে ব্যাটিং করা কঠিন হলেও সময়ের সঙ্গে সেটা ব্যাটারদের সাহায্য করবে। 
এশিয়া কাপে ৫ ম্যাচের ৩টিতেই হেরেছে বাংলাদেশ। যেখানে ব্যাটারদের রানখরা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্টের। ঘরের মাঠে এমন উইকেটে খেলে ব্যাটারদের আত্মবিশ্বাস আরও তলানিতে পৌঁছাবে কিনা সেটা নিয়েও রয়েছে প্রশ্ন।

উইকেট নিয়ে সরাসরি কিছু না বললেও স্পিনিং উইকেটে খেলার প্রস্তুতিতে মনোযোগ দিতে চান নিউজিল্যান্ড অধিনায়ক লকি ফার্গুসন। তিনি বলেন, ‘আমি জানি না। আগের দিনও যেটা বলেছি, এই সিরিজ নিয়ে আমরা খুব ফোকাসড। এখানে হয়তো ভারতের চেয়ে আলাদা কন্ডিশন, কিন্তু স্পিন উইকেটে খেলা সবসময় সাহায্য করে। আমি নিশ্চিত না ভারতেও একই রকম হবে কি না। কিন্তু হ্যাঁ, আমাদের দিক থেকে শিক্ষাটা নিচ্ছি আর সিরিজে মনোযোগ দিচ্ছি। দ্বিতীয় ম্যাচটা কয়েকদিন পরে, কোনো সন্দেহ নেই আমরা আবার একসঙ্গে হবো আর আজকের ব্যাপারে কথা বলবো। দেখবো কী কাজে আসে, এরপর একে-অন্যের সঙ্গে তথ্য ভাগাভাগি করবো বোলারদের সঙ্গে যেন তারা শনিবার ভালো করতে পারে।’

তবে উইকেটের এমন হালের জন্য টানা বৃষ্টিকে দায় দিচ্ছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত হেড কোচ নিক পোথাস। তিনি বলেন, ‘আমরা এই উইকেটকে মূল্যায়ন করতে পারছি না সব ব্যাপার মাথায় রাখলে। তিন সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। এই পিচ সর্বোচ্চ দুই ঘণ্টা ছিল সূর্যের আলোর নিচে। আমরা কী প্রত্যাশা করতে পারি? গামিনি মিরাকল ঘটাতে পারবে  না। আমার মনে হয় সে এই সময়ের মধ্যে ভালো কাজ করেছে।’

এর আগে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। স্পিন সহায়ক উইকেটে পাওয়া সেই সাফল্য কিন্তু বিশ্বকাপে বুমেরাং হয়েছিল। কোনো জয় ছাড়াই দেশে ফিরতে হয়েছিল টাইগারদের আর ফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status