খেলা
‘মেসির খেলা কপি করা অসম্ভব’
স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
মেজর লীগ সকারের (এমএলএস) প্লে-অফ খেলার জন্য লড়াই করছে ইন্টার মায়ামি। গুরুত্বপূর্ণ সময়ে চোটে পড়লেন দলটির সেরা তারকা লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারকে ছাড়াই সোমবার প্লে-অফের সম্ভাবনা জিইয়ে রাখার ম্যাচে অরলান্ডো সিটির মোকাবিলা করবে মায়ামি। গুরুত্বপূর্ণ ম্যাচে মেসির অভাব কি কেউ পূরণ করতে পারবেন? সেটি অসম্ভব বলে মনে করেন মায়ামির ফিনিশ মিডফিল্ডার রবার্ট টেইলর। তার ভাষ্য, কেউ মেসিকে কপি করতে পারবেন না। এমএলএসে সবশেষ ম্যাচে এফসি টরন্টোকে ৪-০ গোলে হারায় ইন্টার মায়ামি। সেই ম্যাচের ৩৭তম মিনিটে চোটে পড়ে উঠে যান মেসি। মায়ামি কোচ জেরার্ডো টাটা মার্টিনো নিশ্চিত করেছেন যে, অরলান্ডো সিটির বিপক্ষে পরের ম্যাচে নিয়মিত অধিনায়ককে ছাড়াই মাঠে নামবেন তারা। চোট সারিয়ে মেসি কবে মাঠে ফিরবেন, সে বিষয়েও কোনো স্পষ্ট উত্তর দেননি কোচ মার্টিনো। মেসিবিহীন মায়ামিকে তাহলে কে নিয়ে যাবে প্লে-অফে? এমন একটি প্রশ্ন করা হয়েছিল মায়ামির ফিনিশ মিডফিল্ডার রবার্ট টেইলরকে। উত্তরে তিনি বলেন, ‘আমার মনে হয় না তার খেলা কপি করার জন্য খুব বেশি পরামর্শ সে দিতে পারবে। কারণ তার খেলার কপি কেউ করতে পারবে না।’ এ বছর মায়ামির হয়ে ৩৫ ম্যাচ খেলে ৮ গোল করেছেন টেইলর। সবশেষ ম্যাচে টরন্টোর বিপক্ষে জোড়া গোল করেন তিনি। অরলান্ডো সিটির বিপক্ষেও কি ছন্দ ধরে রাখতে পারবেন টেইলর? ফিনিশ মিডফিল্ডার বলেন, ‘আবার এটা করার চেষ্টা করব। কিন্তু এর নিশ্চয়তা আমি দিতে পারি না। বিষয়টা নিশ্চয়ই মেসির মতো নয়। সে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কখনো কখনো তাকে ছাড়াই আমাদের খেলতে হবে। দলের বাকিদের এগিয়ে আসতে হবে এবং দলের জন্য ভালো ফলও নিয়ে আসতে হবে।’