খেলা
সেই ফিলিপাইনের কাছেও হারলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবারএএফসি অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বে টানা দুই ম্যাচ হারলো বাংলাদেশ। বৃহস্পতিবার ভিয়েতনামের বিপক্ষে ২-০ গোলে হারার পর গতকাল ফিলিপাইনের কাছে ৩-১ গোলে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। অথচ এই ফিলিপাইনকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে ১০-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ৪ বছরের ব্যবধানে সেই দলের বিপক্ষেই গতকাল বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। এদিন ভিয়েতনামের হ্যানয় যুব ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটে ফিলিপাইনকে এগিয়ে দেন ইসাবেলা। তবে মাত্র ১ মিনিটের মধ্যে সমতায় ফেরে বাংলাদেশ। প্রায় একক প্রচেষ্টায় বল নিয়ে ফিলিপাইনের গোলকিপারের মাথার ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন সাগরিকা। ম্যাচের ৩০তম মিনিটে পেনাল্টি পায় ফিলিপাইন। তবে পেনাল্টি ঠেকিয়ে দেন গোলকিপার রুপা চাকমা। কিন্তু এর ১ মিনিট পরই আবার গোল হজম করে বসে বাংলাদেশ। থ্রো ইন থেকে বল পেয়ে ফিলিপাইনকে ২-১ গোলে এগিয়ে দেন নায়না। ম্যাচের যোগ করা সময়ে তৃতীয় গোল হজম করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে সাগরিকা-রুপারা। এএফসিতে আগে যেটা অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতা ছিল সেটাই এখন এএফসি অনূর্ধ্ব-১৭। যেখানে দুবার মিলিয়ে ছয় ম্যাচে বাংলাদেশের সেরা অর্জন অস্ট্রেলিয়ার সঙ্গে এক ম্যাচে ২-২ গোলে ড্র।