খেলা
সেই ফিলিপাইনের কাছেও হারলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বে টানা দুই ম্যাচ হারলো বাংলাদেশ। বৃহস্পতিবার ভিয়েতনামের বিপক্ষে ২-০ গোলে হারার পর গতকাল ফিলিপাইনের কাছে ৩-১ গোলে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। অথচ এই ফিলিপাইনকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে ১০-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ৪ বছরের ব্যবধানে সেই দলের বিপক্ষেই গতকাল বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। এদিন ভিয়েতনামের হ্যানয় যুব ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটে ফিলিপাইনকে এগিয়ে দেন ইসাবেলা। তবে মাত্র ১ মিনিটের মধ্যে সমতায় ফেরে বাংলাদেশ। প্রায় একক প্রচেষ্টায় বল নিয়ে ফিলিপাইনের গোলকিপারের মাথার ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন সাগরিকা। ম্যাচের ৩০তম মিনিটে পেনাল্টি পায় ফিলিপাইন। তবে পেনাল্টি ঠেকিয়ে দেন গোলকিপার রুপা চাকমা।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]