ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

জাতিসংঘের সংস্কার চায় জার্মানি

মানবজমিন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবারmzamin

জাতিসংঘের আমূল পরিবর্তনের দাবি জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। সংস্থাটির সাধারণ অধিবেশনে নিজের বক্তব্য দেয়ার সময় এমন দাবি তোলেন তিনি। তার দাবি, জাতিসংঘের ব্যাপক সংস্কার প্রয়োজন। ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের ভবিষ্যৎ সংস্কার নিয়ে একটি বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে ডয়চে ভেলে।
খবরে বলা হয়, বেয়ারবক জানিয়েছেন যে- জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরাঁর সঙ্গে তাদের কথা হয়েছে। আগামী বছরের সেপ্টেম্বরে এ বিষয়ে আলোচনায় তিনি সম্মত হয়েছেন তিনি। জি-৪ এর দেশগুলোর সঙ্গে একটি বৈঠকেও যোগ দিয়েছিলেন বেয়ারবক। ভারত, ব্রাজিল, জার্মানি এবং জাপানকে জি-৪ দেশ বলা হয়। এরা সকলেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হতে চায়। এর জন্য একে অপরকে সাহায্যও করে দেশগুলো।

বিজ্ঞাপন
তাদেরই বৈঠক ছিল বৃহস্পতিবার। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা হয়েছে দেশগুলোর প্রতিনিধিদের।

 

পাঠকের মতামত

Permanent member hindustan ? LOL! Japan possible and they deserve it.

Harunur Rashid
২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১২:৪০ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status