রাজনীতি
সিলেটে রোডমার্চে গয়েশ্বর রায়
প্রস্তুত থাকুন, কঠোর কর্মসূচি দিয়ে সরকারকে হটাতে হবে
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
(২ মাস আগে) ২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫৯ অপরাহ্ন

মানুষ আর শেখ হাসিনার হাতে এক মুহূর্ত ক্ষমতায় চায় না বলে মন্তব্য করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন- হরতাল, অবরোধ সহ কঠোর কর্মসূচির জন্য প্রস্তুত থাকুন। দেশের সর্বত্রই গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড চলছে। এই কর্মকাণ্ড থেকে জাতিকে মুক্ত করতে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হলে আমাদের কঠোর আন্দোলনে যেতে হবে। ভৈরব থেকে শুরু হওয়া রোডমার্চ শেষে রাত সোয়া ৮টায় সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন- ভোট চোরদের মানুষ আর বিশ্বাস করে না। এখানে দিনের ভোট রাতে হয়। এজন্য আমরা স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য দেশের মানুষকে বাঁচানোর জন্য, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য লড়াই করছি। এ লড়াইয়ে জনগণের বিজয় হবেই। সমাবেশে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সমাবেশে বক্তৃতাকালে বলেন- বাংলাদেশের মানুষ শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না। নির্বাচন হতে হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। অংশগ্রহণমূলক, সর্বজন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের নির্বাচন হতে হবে।
শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে গণতন্ত্র থাকবে না।
পাঠকের মতামত
আর কবে কঠোর কর্মসূচী দেবেন ? খালেদা জিয়ার মৃত্যুর পর ? সামনের ঈদ আর আসবে না। আপনাদের আনেক নেতা এম.পি হওয়ার আশা করছেন!
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]