প্রথম পাতা
সাংবাদিক নাদিম হত্যা
জামিন পেলেন প্রধান আসামি
স্টাফ রিপোর্টার
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবারজামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বরখাস্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
মঙ্গলবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল আনোয়ারা শাহজাহান জানান, সোমবার হাইকোর্ট বেঞ্চ ওই আসামিকে এ জামিন দেন। তবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন জানান, এই জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। বুধবার চেম্বার আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
গত ১৪ই জুন রাতে সংবাদ প্রকাশের জেরে বকশীগঞ্জে বাসায় ফেরার পথে উপজেলার পাটহাটি এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক নাদিম। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ই জুন বিকাল ৩টায় তিনি মারা যান। এ ঘটনায় ১৮ই জুন সাংবাদিক নাদিমের স্ত্রী বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
পাঠকের মতামত
খুনিদের জামিন মেলে, আলেমদের জামিন মৃত্যুর পরে।
খুনের আসামি জামিন পাবে যদি সে চেতনা-ব্যবসায়ী হয়। চেতনার দালালি করতে পারে। চোরের দলের লোক হয়। আর নিরপরাধ হয়ে ও আলেম সমাজ আজ জেলে বন্দি। তাদেরকে আদালতের আদালতে ডান্ডা-বেড়ি পরিয়ে ঘুরানো হচ্ছে জামিন দেওয়া হচ্ছে না। এটাই হচ্ছে চেতনার দেশ।
খুনের মামলার আসামী জামিন পায় এই দেশে। আর ফেসবুকে ভিডিও সঞ্চালন করার জন্য একটা মেয়ে ১ বছর ধরে জামিন পায়না। জালিমকে ধ্বংস করার জন্য এক আল্লাহ্ আছে।
এই ধরনের মামলার আসামীদের জামিন পাওয়া কোনভাবেই কাম্য নয়।