দেশ বিদেশ
৩৩ বছর পর পরিবারের কাছে ফিরলেন হারেজ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার
অভিমান করে বাড়ি থেকে চলে যাওয়ার ৩৩ বছর পর পরিবারের কাছে ফিরে এলেন হারেজ আলী (৫৮)। স্বজনরা হারানো বিজ্ঞপ্তিসহ অনেক খোঁজাখুঁজির পরও এতদিন তার কোনো হদিস পাননি। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। হারেজ আলী মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী গ্রামের মৃত চেনু খাঁর ছেলে। দীর্ঘ ৩৩ বছর পর তাকে পেয়ে পরিবারের লোকজন খুশি। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ঘিওর থানা পুলিশের সার্বিক সহযোগিতায় তাকে ফিরে পাওয়া গেছে। তার ফিরে আসার খবর শুনে শত শত লোক হারেজ আলীকে দেখার জন্য বাড়িতে ভিড় জমাচ্ছেন।
হারেজের ছোট বোন নূরজাহান বেগম জানান, তার ভাই হারেজ আলী কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ১৯৯০ সালে ২৫ বছর বয়সে বাড়ি থেকে বের হয়ে যান। এখন তার বয়স ৫৮ বছর। ৩৩ বছর পর হঠাৎ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন হোগলডাংগা গ্রামের মতিয়ার নামে এক লোক ঘিওর থানা এবং স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তারা জানান, তাদের বাড়িতে হারেজ ২৫ বছর ধরে বসবাস করছেন।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]