ঢাকা, ১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউস সানি ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

রংপুর নগরজুড়ে তোলপাড়

ওয়ার্কার্স পার্টির নেতার বাসায় আওয়ামী লীগ নেতার তাণ্ডব

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবারmzamin

রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকার দল আওয়ামী লীগের নেতাকর্মী ও তার ভাড়াটে সন্ত্রাসীরা রংপুরে ওয়ার্কার্স পার্টির নেতার বাড়ি ভাঙচুর ও লুটপাটসহ পরিবারের সদস্যদের মারপিট করে তাণ্ডব চালিয়েছে। এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা হলেও পুলিশ রহস্যজনকভাবে কাউকে গ্রেপ্তার না করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। নিরাপত্তাহীনতায় ভুগছে ওয়ার্কার্স পার্টির নেতার পরিবার। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বামদল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের মাঝে। নগরজুড়ে চলছে তোলপাড়। এদিকে গতকাল রংপুর পাবলিক লাইব্রেরি হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ওয়ার্কার্স পার্টির নেতা রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী কাজী মাজিরুল ইসলাম লিটন।

তিনি বলেন, রংপুর নগরীর শাপলা স্টেশন রোডের ৩৮ নম্বর বাসায় পরিবারকে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। বায়না সূত্রে আওয়ামী লীগ নেতা নাজমুল করিম ডলারের বাবা শামসুদ্দিনের কাছে ওই জমি কিনে নেন লিটনের বাবা। পরবর্তীতে আশির দশকে ওই জমি নিজেদের দাবি করে শামসুদ্দিন লিটনের বাবা মফিজ উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলাটি খারিজ করে লিটনের বাবার পক্ষে রায় দেয় আদালত। এরপর শামসুদ্দিন নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে সেই মামলাটি বিচারাধীন রয়েছে। এরই মধ্যে গত শনিবার বিকালে আওয়ামী লীগ নেতা নাজমুল করিম ডলারের নেতৃত্বে সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর রফিকুল আলম, শরীফ খানসহ সশস্ত্র সন্ত্রাসী বাহিনী লিটনের বাড়িতে হামলা চালিয়ে মারধর, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা ডলার, সিটি কাউন্সিলর রফিকুলসহ ১০ জনকে আসামি করে রংপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন লিটন। 

সংবাদ সম্মেলনে লিটন বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে তেমন সক্রিয় না থাকলেও ডলার দলের নাম ভাঙিয়ে ব্যক্তিস্বার্থ হাসিল চরিতার্থ করে চলেছে। তিনি যদি প্রকৃত জমির মালিক হন, তবে প্রশাসনের মাধ্যমে এসে জমি বুঝে নিতেন। কিন্তু তিনি সন্ত্রাসী কায়দায় আমার বাড়ি দখল করার চেষ্টাসহ ভাঙচুর-লুটপাটসহ ব্যাপক ক্ষতিসাধন করেছেন। এ ছাড়া আমার পরিবারের সকল সদস্যদের পিটিয়ে গুরুতর আহত করেছে। সরকার দলের থেকে এমন ন্যক্কারজনক ঘটনা কেউ ঘটাতে পারে এটা আমার বোধগম্য নয়। আমি এর সুষ্ঠু বিচার চাই। সংবাদ সম্মেলনে জেলা জাসদের (ইনু) সাধারণ সম্পাদক, তারাগঞ্জ হাড়িয়ারকুঠি ইউনিয়নের চেয়ারম্যান কুমারেশ রায়, মহানগর জাসদের সাধারণ সম্পাদক ফারুক আহমেদসহ বিভিন্ন বাম রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে নাজমুল করিম ডলার বলেন, ওই সম্পত্তির ১২ শতক জমি আমরা সুপ্রিম কোর্টের ডিক্রি পেয়েছি। আমার ভবনে ৯ শতক জমি রয়েছে এবং বাকি ৩ শতক জমি তারা অবৈধভাবে দখল করেছে। যা আদালতকে অবমাননা করা হয়েছে। তাদের বাসায় টাকা-পয়সা কে ছিনতাই করেছে তা আমার জানা নাই। তাদের কেউ মারপিট করে নাই কিংবা ঘর থেকেও বের করে দেয়নি। এখন তারা মিথ্যা কথা বলছে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status