বাংলারজমিন
মতলবে কবর খুঁড়ে ২৮ বছর পর মিললো অক্ষত মরদেহ
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবারচাঁদপুরের মতলবে প্রায় ২৮ বছর আগে দাফন করা একটি লাশ অক্ষত অবস্থায় দেখতে পেয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়লে লাশটি দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে ভিড় জমায় উৎসুক জনতা। গত সোমবার ছেংগারচর পৌরসভার ডেঙ্গুরভিটি গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত ওই ব্যক্তির নাম সাহেব আলী খান। তিনি ১৯৯৬ সালে ১৬ই ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৫ বছর বয়সে মারা যান।
জানা যায়, এলাকায় নতুন সড়ক নির্মাণের কাজ চলাকালীন সময়ে আপত্তি করেন মৃত বৃদ্ধের প্রবাসী ছেলে মোবারক খান। তিনি জানান, স্বপ্নে তিনি কয়েকবার তার বাবাকে দেখেছেন তাই তিনি দেশে এসেই লাশ আগের কবর থেকে উত্তোলন করে অন্যত্র স্থানে দাফন করবেন। সে মোতাবেক বাবার লাশ অন্যত্র দাফন করতেই ইতালি থেকে দেশে ফিরেন প্রবাসী ছেলে মোবারক। লাশ তুলে অক্ষত বাবার লাশ দেখে আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন ছেলে। এদিকে প্রবীণ বেশ কয়েকজন বলছেন, মৃত ব্যক্তি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। লোভ-লালসাহীন অতি সৎ ও সরল জীবনযাপন করে গেছেন।
পাঠকের মতামত
মহান আল্লাহর কুদরতি শক্তি!!! সুবহানাল্লাহ!!! আলহামদুলিল্লাহ!!! আল্লাহু আকবার।
এটা হচ্ছে তার আমলের পুরস্কার । আমি গ্রামের মানুষের মতামতের সঙ্গে ঐকমত্য পোষণ করি ।
আল্লাহ মরহুম কে জান্নাত নসিব করুক আমিন।
খবরটি আজকে প্রায় সবগুলো টিভি চ্যানেলে দেখেছি তারমধ্যে গুটিকয়েক মানুষ লাশের ডিএনএ টেস্ট বা লাশের গায়ে রাসায়নিক কেমিকেলের কথা বলেছে যা তাদের কাছে বিজ্ঞানসম্মত যুক্তি, কিন্ত এই মানুষগুলোর নিজের মস্তিষ্কে এটা ঢুকলোনা যে কাফনের কাপড়টা অক্ষত,আল্লাহ তাদেরকে বুঝার তাওফিক দান করুন, আল্লাহ মহান, আল্লাহ তার পছন্দের মেহমানদের হেফাজতকারী।
সুবহানআল্লাহ।
It's a miracle, May Allah bless and help us all
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]