বাংলারজমিন
কন্যার প্রেমের বিয়ে মেনে না নেয়ায় পিতার আত্মহত্যা
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবারফেনীর সোনাগাজীতে কন্যার প্রেমের বিয়ে মেনে না নেয়ায় হিরণ চন্দ্র জলদাস (৫০) নামে এক ব্যক্তি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। গত সোমবার দুপুরে চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জলদাস পাড়া থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, হিরণ চন্দ্র জলদাসের এক কন্যা গত গত ১লা সেপ্টেম্বর স্বগোত্রীয় মীরসরাই উপজেলার আরেক যুবকের সঙ্গে প্রেম করে পালিয়ে বিয়ে করেন। বিয়ের এক সপ্তাহের মাথায় ওই যুবক তাকে পিত্রালয়ে পাঠিয়ে দেন। এদিকে ওই বিয়ে মেনে নেয়নি যুবকের পরিবার। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক বৈঠকও হয়েছিল। এতে মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন হিরণ।
গত সোমবার সকাল ৯টার দিকে বাড়ির সামনে অর্জুন গাছের ডালের সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। বেলা ১১টার দিকে তার কন্যা ঝুলন্ত লাশ দেখতে পান। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করেন। সেই বিষ্ণুপুর গ্রামের অমূল্য জলদাসের ছেলে।