ঢাকা, ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

শান্তিগঞ্জে শিশু বিক্রির অভিযোগে পিতাসহ গ্রেপ্তার ৪ শিশু উদ্ধার

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। প্রায় এক মাস আগে দেড় বছর বয়সী শিশুপুত্র মকবুল হাসানকে তার পিতা এক লাখ টাকায় বিক্রির অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। গতকাল দুপুরে গ্রেপ্তারকৃতদের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।  

গত রোববার শান্তিগঞ্জ থানায় ভিকটিমের মা মাফিয়া বেগমের অভিযোগের ভিত্তিতে শান্তিগঞ্জ থানা পুলিশ জেলার ছাতক, জগন্নাথপুর, জামালগঞ্জ ও নরসিংদী জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে এবং ভিকটিমকে উদ্ধার করে। গ্রেপ্তারকৃত অভিযুক্তরা হলো- ভিকটিমের পিতা সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা এলাকার মল্লিকপুর গ্রামের সালেহ নুর (৩০), একই জেলার শান্তিগঞ্জ থানার মনফর আলী (৪৫), জগন্নাথপুর থানার কাজিরগাঁও গ্রামের রমাই মিয়া (৫৫) ও নরসিংদী সদর থানার স্থায়ী বাসিন্দা ও সুনামগঞ্জ সদর থানা এলাকার ভাড়াটিয়া খেজাউরা হাছন নগর এলাকার মৃত রফিক আলমের মেয়ে লাকি আক্তার (৩৮)।  

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, মাফিয়া বেগম ও তার স্বামী অভিযুক্ত সালেহ নুরদ্বয়ের মধ্যে পারিবারিক ও দাম্পত্য নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয় এবং মাফিয়া বেগমকে তার দুই শিশুপুত্রসহ বাবার বাড়ি শান্তিগঞ্জের বাবনিয়া গ্রামে পাঠিয়ে দেন।  গত এক মাস পূর্বে অভিযুক্ত সালেহ নুর তার শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে যেতে যায়। মাফিয়া বেগম স্বামীর সঙ্গে যেতে অস্বীকার করলে বৃদ্ধ মা অসুস্থতার কথা বলে দুই ছেলেকে নিয়ে যায়। কিছুদিন পর সালেহ নুর শ্বশুরবাড়িতে গেলে মাফিয়া বেগমের সম্পর্ক ঠিক হইলে মাফিয়া বেগম তাদের দুই ছেলের কথা জিজ্ঞেস করেন। সালেহ নুর মিয়া জানান, তারা গ্রামের বাড়িতে আছে। মাফিয়া বেগম তার ছেলেদের দেখতে চাইলে সালেহ নুর জানান, ছেলেরা দাদির সঙ্গে ঢাকায় আছে। মাফিয়া বেগম তার শাশুড়ির সঙ্গে কথা বলে জানতে পারেন, তার বড় ছেলে রাব্বি হাসান তার কাছে আছে। মাফিয়া বেগম সালেহ নুর মিয়াকে ছোট ছেলে মকবুল হাসানের কথা জানতে চাইলে টালবাহানা করে। এতে মাফিয়া বেগমের সন্দেহ হলে আত্মীয়-স্বজনকে বার বার ছেলের কথা জিজ্ঞেস করে। একপর্যায়ে ভিকটিমের পিতা সালেহ নুর মিয়া জানান, মনফর আলী ও রমাই মিয়ার সহায়তায় লাকী আক্তারের কাছে এক লাখ টাকার বিনিময়ে শিশুপুত্র মকবুল হাসানকে বিক্রি করে দিয়েছেন। 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, শিশু বিক্রির অভিযোগের ঘটনায় ভিকটিমের মা মাফিয়া বেগম থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status