বিশ্বজমিন
এএফপির রিপোর্ট
কানাডায় বহিষ্কৃত ভারতীয় কূটনীতিক ‘র’-এর কর্মকর্তা: মেলানি জোলি
মানবজমিন ডেস্ক
(১১ মাস আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন
একজন শিখ নেতা হত্যাকে কেন্দ্র করে ভারতীয় একজন কূটনীতিক পবন কুমার রাইকে বহিষ্কার করেছে কানাডা। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি দ্রুততার সঙ্গে এই ঘোষণা দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, বহিষ্কার করা কূটনীতিক ভারতের পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থা রিসার্স অ্যান্ড এনালাইসিস উইং-এর (র) একজন কর্মকর্তা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ওদিকে পাল্টা পদক্ষেপ হিসেবে কানাডার একজন সিনিয়র কূটনীতিককে ৫ দিনের মধ্যে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে নয়া দিল্লি। শিখ নেতা হরদীপ প্রসাদ নিজারকে কানাডার ভ্যানকোভারে গুরু নানক শিখ গুরুদুয়ারে গুলি করে হত্যা করা হয় সম্প্রতি। সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
কানাডার প্রধানমন্ত্রী আঙ্গুল তুলেছেন ভারত সরকারের দিকে। বলেছেন, এ হত্যাকাণ্ডে সরাসরি ভারত সরকার জড়িত থাকতে পারে। এ বিষয়ে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে। জবাবে ভারত তার দাবিকে অস্বীকার করেছে।